অলংকরণ : আদিত্য প্রত্যূষ
আমি পকেট হাতড়াই
তুমি হয়তো আমাকে ঠিক বুঝতে পারছ না
অথবা আমি তোমাকে।
সন্ধ্যাগুলো কেটে যাচ্ছে নীলাভ আলোয়
শরতের সন্ধ্যা
তবুও কোনও কোনও দিন বৃষ্টি নামে শহরে
আলো ধুয়ে যায়।
অন্ধকারে তোমাকে আমি চুম্বন করেছি।
বিকেলের রোদে দেখেছিলাম
নদীর ধারে কাশফুল ফুটে আছে , দুলছে বাতাসে।
আমি পকেট হাতড়াই
এখন তো আর জলও জলের দরে বিক্রি হয় না
তবুও আমি পকেট হাতড়াই
তারপর বুক
একটি মন্তব্য পোস্ট করুন