পান্থ জনের বাঁশি



মোহতন্ত্রের পতনে দিকবিদিক-      
গাছের গতরে ফুল পাখির সখ্যতায়      
মাংস আঁচ-      
কোপন স্বাভাবী খাঁ খাঁ সমারোহে      
ডাকাতিয়া সংসার দৃশ্য,     
অসাড় শর্ত বিলাসী মুখোশ সম্মেলনে      
তবু তিল ধরনের স্থান আছে এখনও...





অন্ধকারের আয়ু ভাঁজে তুমি বুনো গন্ধের          মতো ছদ্মবেশে 
      তোমার ভেজা জিভ বেয়ে নেমে গেছে            পাহাড়ের ঢাল...
     এখন তো ফসলের মাস 
     বিনাযুদ্ধে কে আর মাটি ছেড়েছে বলো...





লাস্যময়ী পরগাছার নষ্ট ইশারায় 
এখন শান্ত পৃথিবী, 
কপালভাতি শ্রমে বিধবা পুতুল
সূর্যের অজস্র চুমু-
বৃষ্টিমুখো শস্য দুলুনি হাওয়ায় হাওয়ায়
অবৈধ উপকরণে প্রেমিক সাজো তুমি...






সোমা পালিত ঘোষ 

1 মন্তব্যসমূহ

  1. ৩ নং কবিতা টা মাথায় বিদ্যুৎ প্রবাহিত করলো এমনিতেই সব কবিতা গুলো বধ করেছে আমার মন কে❗

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন