শূন্যে ফেরিওয়ালা বৃত্তে বেলুন
পর্ব- ৩
এতদিন বেড়াতে আসতাম যেখানে সেখানে বাসস্থান গড়ে তুলব। এ সব গল্পেই মানায়৷ সাত দিন থাকার পর হোটেল ছেড়ে দিতে হল। অথচ থাকার ঘর নেই। এক্সিকিউটিভ বিজনেস ক্লাস, কোম্পানি কতদিনই বা বইবে? শুধু তাই নয়। খালিও থাকতে হবে৷ কোনদিকেই উপায় হয়ে উঠল না দেখে এক কিলোমিটারের মধ্যে অন্য একটা হোটেলে উঠলাম৷ মনে মনে ঠিক করলাম দুদিনের মধ্যে একটা ঘর ভাড়া পেতেই হবে৷
দেওয়ালে পিঠ না ঠেকলে ঘুরে দাঁড়ানো বা তলিয়ে দেখার বুদ্ধি কোনটাই হয়না৷ এই অচেনা জায়গায় অচেনা মানুষকে বোধকরি একটু বেশিই বিশ্বাস করে ফেলছি৷ আর মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হিসেবে সেও সরলতার সুযোগ নিয়ে চলেছে৷ সে বলতে দালাল। কোম্পানির এইচ আরের ঠিক করে দেওয়া দালাল যার কাজ আমাকে একটা যুৎসই ঘর খুঁজে দেওয়া। অথচ সে খেলছে টাকার গন্ধে৷ এই খেলা বেশিদিন চলতে দিলে আমাদের অনেকবেশি দিশেহারা হয়ে পড়তে হবে ভেবে বুদ্ধি করে ঘর জোটাতে হলো৷ হ্যাঁ গোয়া আসার প্রায় বারোদিন পর আমরা ফ্ল্যাট ভাড়া নিতে পেরেছি৷ এবার সেই কন্টেনার ভর্তি ট্রাক আসার পালা। আর পুনরায় সংসারের পরিপাটি।
এই কয়েকদিনে যাদের কথা না বললেই নয়। তারা হলেন এক বাঙালি পরিবার৷ আমার বর্তমান প্রতিবেশী৷ বাড়ি বেহালা৷ এখানে এক ফাইবার ম্যানুফ্যাকচারিং কোম্পানির লেবার৷ ফ্ল্যাটে আসার পর যে কদিন আমার জিনিসপত্র আসেনি সেই কদিন সকাল থেকে রাত খাবার দাবারের দায়িত্ব সে একাই নিল নির্দ্বিধায়৷ একেবারে অপরিচিত এক মানুষকে এভাবে সাহায্য করতে এগিয়ে আসা পরিবারটিকে দেখে মনে মনে রোজ বলেছি দুনিয়ায় সকলেই সুবিধাবাদী নয়৷ কেউ কেউ ভালোমানুষও আছে। যেকারণেই পৃথিবী আজও সুজলা সুফলা৷ আমি ওদের এই সাহায্যের প্রতিদান কতটা দিতে পারব জানিনা তবে এমন মাঝসমুদ্রে ভেসে থাকার দিন আবার এলে এদের কথাই সব চেয়ে আগে মনে পড়বে৷
মনে পড়ছে, "সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে"।
আজকাল সারাদিন প্রায় কাজ নেই৷ মেয়ে আমি নিজেদের মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিই। প্রথম বার যখন মুম্বাই এলাম তখন আমার এই মেয়েটিই দুই মাসের। নিজের দেশে পাতা সংসার। যেখানে কিছুই ছিল না৷ ধীরে সুস্থে আসবাবপত্র ও নানান সামগ্রী কিনতেই এক দেড় বছর কেটে গেছে। ঘরে কিছুই নেই তাই গোছানোর ঝামেলাও নেই সেই সময়কার ব্যপারটা এরম ছিল। তবে ন'বছরে অনেক বদলে গেছে। বলা যায় ভোল বদলে গেছে। যেই দেশ যাই সেই ফল খাই এর হিসেবে জীবনযাত্রারও আমুল পরিবর্তন ঘটেছে৷ এখন সেই পরিবর্তীত জীবনযাত্রার রেশ ধরেই আগামীর দিন যাপন। তাতে যদি আরও কিছু বদলায় তাও সই৷ কারণ
change is the only constant.
একটি মন্তব্য পোস্ট করুন