নদী এবং ঢেউ

দু'চোখে তৃষ্ণা মেখে দাঁড়ালে 
ঢেউ তার অন্তর্বাস খুলে দেয়।
সহবাসে লিপ্ত হতে ডাকে।
দু'চোখে কাজল পরে - রাত্রি দেখতে থাকে 
আমাদের প্রণয় প্রণালী।
সমুদ্রের চিকন সুখ অন্ধকারে হেঁসে ওঠে দ্যাখো ,,,,
এ সময়ে নীরব থেকো না।
সায়ন্তনী; আরো কাছে এসো।
বালি আর বালির স্পর্শে এসো আঁকি নতুন আকাশ।
সৈকতের নোনা জল বে- হিসেবী হয়ে আদর ঢালুক।
আজ আতর মেখেছে নদী -
আমাদের শেখাচ্ছে দ্যাখো -
নদী কতখানি নদী হতে জানে 
সমুদ্রের চিকন সুখ অন্ধকারে হেঁসে ওঠে দ্যাখো ,,,,
এ সময়ে নীরব থেকো না।
সায়ন্তনী ; আরো কাছে এসো।
বালি আর বালির স্পর্শে এসো আঁকি নতুন আকাশ।
সৈকতের নোনা জল বে-হিসেবী হয়ে আদর ঢালুক।
আজ আতর মেখেছে নদী -
আমাদের শেখাচ্ছে দ্যাখো -
নদী কতখানি নদী হতে জানে 




বিরথ চন্দ্র মণ্ডল

Post a Comment

নবীনতর পূর্বতন