চন্দ্রকথা।

আজানের শেষে উঁকি মারে চাঁদ
খোলা জানালায়
গ্রহণের কালিমা নেই তাতে, উজ্জ্বল রূপোর থালা
ভাত দিয়ে সাজানো সংসার যার নেই
ফুরসত কই জলের সাথে কথা বলার!
রাতভোর যেতে হবে দূরে 
কল-ব্রে ধিন তা পাশে ফেলে
চাঁদবিবি বলেছেন,গতর দিলে চাঁদমাখা
ভাত দেবে এক থালা। 







পুট করে ছায়া গেল খুলে
সেলাই কেটে বোতাম
পা ধরতে গেল.. হাত ধরতে গেল..

ধোঁয়া

মানচিত্রে চিত্র থাকে না 
জল কই,জলের কথা বলবে কে জন!

আস্ত শরীর সুতোর সারাৎ
জল জানে না জলের কথা।




আলোক মণ্ডল 

Post a Comment

নবীনতর পূর্বতন