(১) 

বৃষ্টি দিনে

বৃষ্টি দিনে শ্রাবণের আলতা উঠে গেলে
খিল খিল সকালগুলি 
মন খারাপের বিকেলে রূপান্তরিত হলে
বুকের অসুখগুলিও 
মাথা চাড়া দিয়ে ওঠে।




(২) 

বিলাপ 

ফুৎকারে নিভে যায় প্রদীপ
অনন্ত অন্ধকারে খুঁজি আকাশ
কোথাও কোন  আলো নেই
তবু ঝড়ে পড়ে বেলিফুল 

দোতারার ছেঁড়া তার
জোড়া লাগিয়ে কী হবে?
বরং কিছু কবিতার পংক্তি 
আকাশে বাতাসে ছিটোলে
হয়তো আলোর দেখা পাওয়া যাবে

 



(৩) 

দ্রাঘিমা

মৃত্যু এসে বারান্দায় দাঁড়ালে
চোখে টপ টপ বৃষ্টি নামলে
তার থেকে ছিঁড়ে যায় সুর
কোনো শব্দ নয়
অথচ মৃত্যু একটি নিশ্চিত দ্রাঘীমা

চিবুক বেয়ে পড়তে পড়তে শুকিয়ে যায় জল
আর কালঘাম মিশে যায় নরম মাটিতে... 






(৪) 

বাবা সাহেব 

একটি গাছ লাগিয়েছিলেন
মানচিত্রের বাইরে ও ভেতরে তার সুশীতল ছায়া
আমরা ছায়ায় দাঁড়িয়ে জিরিয়ে নিতাম

গাছ থেকে একটার পর একটা ডালপালা কাটা হচ্ছে  সঙ্গে ফুল ও ফল 

বাবা সাহেব! 
তোমার গাছের বুক চেড়াই হচ্ছে আর পাখিদের বাসা 

এবং তুমি যে গাছ লাগিয়েছিলে
সেটিকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে আমার ভারতবর্ষ

Post a Comment

নবীনতর পূর্বতন