অহিংসা মাখুন 

নিজের গন্ধের দিকে উড়ে গেল বেঁজি

সাপের খোলস নয়, সাপই সম্মুখে

নখের বিস্তার নিয়ে কামড়ে উদ্যত

সাপও থলিতে বিষ জমা করে খুব

সামনাসামনি লড়ে যাবে দুই শত্রু চির

এবারে বন্দনা গান, ডুগডুগি বেজেছে 

খেলোয়াড় খেলে দেবে লড়াইয়ের ছক

তুমুল দংশন আর মুহুর্মুহু ঘাত

একে অন্যকে ঢালছে বিষের ছোবল

হে ভদ্রজন, তোমরা তালিই বাজাও

পয়সা ফেকো বহুৎ মজার বাজারে

যারা শত্রু ঘাপটি মারে সুযোগ সময়

পিছনে উদ্যত ফণা হিংসার আগুন

জ্বলে যাবে ভদ্রজন অহিংসা মাখুন!





ভদ্রজন মহা ধাঁধায়

সামান্য বিনয়ের সঙ্গে ভদ্রতা ঢালি

নিপুন সূক্ষ্ম কারুকাজ, মোহের ডালি

সযত্নে ঢেকেছি দেখুন নিজস্ব মুখ

প্রতারণা আড়ালে আছে চতুর ফাঁদ

শিকার অবশ হলেই আনন্দ ঝাঁপ

পরের ধাপ রক্তচোষা, জোঁক যেমন 

শিরশির আবহাওয়া স্যাঁতসেঁতে গন্ধ

প্রভূত ধিক্কারনিন্দিত এই ফলাও

প্রচার থেকে গুটি গুটি সরে পড়ব

সভাস্থল থেকেই ধীরে, আপন ঘরে

তারপরেই শীতঘুম, ভদ্রতা স্বপ্নে

আমাকে চেনে না সবাই, পাল্টাই রঙ

যত্ন দিয়ে ধরে রাখব মুখোশ খোল

ভদ্রজন মহা ধাঁধায় আমি সফল!




রবীন বসু 

Post a Comment

নবীনতর পূর্বতন