পিছুটান 

ধোঁয়া উড়ছে সর্বত্র

আরে ধোঁয়া উঠলেই তো ট্রেন চলে জলপাইগুড়ি হোক বা সুইজারল্যান্ড 
এই ডিজিটাল যুগে কয়লা সমাহিত কারেন্টর বুকে
যতই আলোর গতিবেগে ছোটো না কেন
পিছনে টানার মতো একটা জিনিস থাকবেই
তুমি সমুদ্রের টানে এগিয়ে যেতে যেতেও পিছোবে
পাহাড় দেখে আবারো উল্টো পা হাঁটবে
তুমি নীলকণ্ঠের ডাকে ঠিক পিছনে ফিরে তাকাবে
হয়তোবা শেষ হয়ে যাওয়া কোনো রাস্তার মোড় ঘুরে
সহস্র অলিগলির বাঁকে 
ডানা মেলে থাকবে তোমার স্মৃতিরা






প্রকাশিতব্য মন

সম্পর্কের পূর্ণচ্ছেদ, কমা, সেমিকোলন
ভূমিকা, বিবরণ, উপসংহার, সারাংশ
শেষ না হওয়া যন্ত্রণা ,শুরু হওয়া প্রেম, মাঝে টানাপোড়েন
জিগজ্যাগ রোডের সর্বত্র পাথর ছড়ানো
সাবধানে হাঁটো ক্ষত হতে পারে, হাঁটার ভঙ্গিতে চেঞ্জও হতে পারে দৃষ্টি স্তুতি।
বাক্যগঠনগত স্বাবলীলতা লেখনির ছলনায়---ভাবুক সমীকরণ
কবির ভাবনা---কবিতার অংশ 
পাঠকরুচি---কবিতাকল্প
সমালোচনা---উদ্বুদ্ধকারী ঠোঁটকাটা সংলাপ

ব্যক্তিগত ব্লগে প্রকাশিতব্য মনের কাব্যিক রূপ
আর বাস্তবের খাতা, ছুঁয়ে যাচ্ছে যেন।


উম্মে ফারহিন 


Post a Comment

নবীনতর পূর্বতন