পিছনে ছুটছি

হৈহৈ করে পৌঁছে যাচ্ছি গতকালে
অগ্রগতির পেছন মেরেছি উল্লাসে
মুখ লুকোচ্ছি অবৈজ্ঞানিক জঞ্জালে

বিকৃত জাল তথ্য কুম্ভীরক খালে
কাটছি সাঁতারমর্মান্তিক আবডালে
রিউইণ্ড করছিপিছনে ছুটছি গোগ্রাসে

ঐশিক সুরে কৌশিকী গাই ঝাঁপতালে
তান্ত্রিক ষড়যান্ত্রিক গান সন্ত্রাসের 




পল্লববরন পাল
 

Post a Comment

নবীনতর পূর্বতন