পিছনে ছুটছি
হৈহৈ করে পৌঁছে যাচ্ছি গতকালে
অগ্রগতির পেছন মেরেছি উল্লাসে
মুখ লুকোচ্ছি অবৈজ্ঞানিক জঞ্জালে
বিকৃত জাল তথ্য কুম্ভীরক খালে
কাটছি সাঁতার, মর্মান্তিক আবডালে
রিউইণ্ড করছি, পিছনে ছুটছি গোগ্রাসে
ঐশিক সুরে কৌশিকী গাই ঝাঁপতালে
তান্ত্রিক ষড়যান্ত্রিক গান সন্ত্রাসের
একটি মন্তব্য পোস্ট করুন