সমুদ্রে যেও না তুমি। 


উদ্বেল ঢেউয়ে ঢেউয়ে ভেঙে যাবে--
বিকল্পের নানা প্রান্ত-প্রতিরোধ!

        
             



হাজার কিলোমিটার  ওপার থেকে ফোন এলো, 
আমি কেটে দিলাম না, 
'রঙ নাম্বার' বলে 
কিছুক্ষণ ধরে রইলাম ......। 


এপারে  আরও নিবিড়ভাবে 
একা হলাম!


হয়তো ফোন হাতে 
একই তরঙ্গদৈর্ঘ্যের সব পারে সব্বাই তাই!

                           





৩ 
ম্যাকবেথ এখন




এরা খুন করে এসে খৈনি খায়! 
রেপ করে এসে বিড়ি ধরায়, 
বউকে জিয়ল মাছ দিয়ে, বলে--'জ্যান্ত!'



এরা একদিন হিংস্রতার আঁতুড়ঘর থেকে বেরিয়ে 
নিরালম্ব হবে.... 



আর,আগামীতে  জানা যাবে--
তখনকার এসব খুনে, শুধু রক্তপাত ছিল, খুনির 
কোনো স্বগতোক্তি  ছিল না! উচ্চাকাঙ্ক্ষা ছিল, 
উন্নত-হওয়া ছিল না!
এমনকি এসব রাজা ম্যাকবেথের কোনো লেডিও ছিল 
না!




                                     
৪ 
ফাঁক

["সমস্ত পৃথিবীই এক রঙ্গমঞ্চ...."
-- শেকসপিয়র ]



এই ডিজিটাল রঙ্গমঞ্চে এখন কোনো দুঃখ নেই, 
আনন্দও নেই। 
আছে শুধু গ্লিসারিন... ভিটামিন... পেইন কিলার... আর ট্রানকুইলাইজার। 


সত্য থাকে এক দেশে, আরেক দেশে উচ্চারণ... 
গ্ৰীনরুমের টুলে থাকে  'হ্যালো'- মেশিন... 
কথা হয় না--
এই আলগা সময়ে অভিনেতা আর সহঅভিনেতা 
দুজনেই পাসপোর্ট-ভিসা হারিয়ে বসে থাকে! 


অক্ষরেরা এখন শুধু কবিতার উৎসবে  
বুফে খেতে 
প্রসাধিত ঠেলাঠেলি করে। 

  ওদিকে, বিয়ের আগেই
  ডিভোর্স পেপারে সাইন হয়ে যায়।

              



যদি 'ভালোবাসা'

যদি 'ভালোবাসা'
বুকের খাঁচায় পোষো, 
স্বর্ণকার নূপুর গড়িয়ে দেবে তাকে, 
চাষি তার জন্য ফলাবে দানা! 


লাখ লাখ তরুণ-তরুণী
দলবেঁধে এসে তার ছবি আঁকবে, 
তাকে নিয়ে লিখবে কবিতা। 
দূরান্ত থেকে মানুষ এসে, বলবে--
'দেখার মতো একটা জিনিস দেখলাম বটে!'


যদি 'ভালোবাসা' 
বুকের খাঁচায় পোষো, 
স্বর্ণকার নূপুর গড়িয়ে দেবে তাকে, 
চাষি তার জন্য ফলাবে দানা! 
ঠিক যেমন তোমার থালা তৈরি করেছে কেউ, 
কারখানায়, 
ভাত ফলিয়েছে মাঠে মাঠে।




অতনু রায়


Post a Comment

নবীনতর পূর্বতন