নীলাঞ্জন কুমার
এমন কলিকাল
কখন কোন জগা মাধাকেবাজপাখি ছোঁ মারবে
মানুষ বুঝে গেলেও
বলে না
জগা মাধারা কলসীর কানা মেরে
তারপর অগাধ নাটক করে
বাঘ থেকে কেমন ইঁদুর বনে যায়
প্রভাতের ধূসর খবর
দরজায় ঘা মারলে
তাদের মাহাত্ম্য পাতা জুড়ে
এমন কলিকাল কেউ কখনো দেখেছে!
চোর
চোরের সাতদিনের থেকেগেরস্থের একদিন
মারাত্মক ।
একদিন এলে গেরস্থ
চোরের অভাব না স্বভাব
বোঝে না
মনের সুখে তুড়ুম ঠুকতে ঠুকতে
নিষ্ঠুরতায় মিশে যায় ।
চোর যদিও জানে
ধরা পড়লেই মরা
তবু সে সুযোগ খুঁজতেই থাকে
খুঁজতেই থাকে ।
গাছে ফল ঝুলতে দেখলে
চোর কি নিজেকে ঠিক রাখতে পারে !
লক্ষ্যভেদ
বুলস্ আই নিয়ে যতলক্ষ্যভেদ হোক না কেন
আসলে ভেতরে ভেতরে যিনি
অঙ্ক কষে রেখেছেন
তাকে ভেদ করবে কে!
অঙ্কের সামনে ছুটে আসে কল্পনা
অঙ্কের ভেতর গড়া হয়ে যায় বাস্তব
তাই হাজার আস্ফালনেও
ভবি ভোলে না ।
যে গণিতবিদ হিসেবের সামনে
পাটিগণিত বীজগণিত মেলে ধরছেন
তার সামনে শত বুলস্ আই চর্চা
দাঁড়াতে পারে না ।
অন্ধকার নিয়ে
অন্ধকারের গন্ধ হাজার আলোরদুনিয়ার ভেতর থেকে
ফুটে বেরোলে নিজেকে
অন্যভাবে আবিষ্কার করি ।
আমার তোমার তার
অন্ধকার যখন চোখ সয়ে যায়
তখনও কি কেউ আঁধারের
প্রেমে পড়তে চায়!
প্রকৃত আঁধার এলে
সকলে সুহৃদের হাত ধরতে চায়
তার স্পর্শে ভেতরের ময়ূর
পেখম মেলে ।
শব্দযাপন
শব্দ তূনে শব্দ তীর জড়ো করেসাজিয়ে রাখছি
যাতে সঠিক সময়ে সঠিক তীর
নিপুণ নিশানাতে লাগে ।
কফি হাউসের কোলাহল
মেছো বাজারের ঝাঁঝালো শব্দ থেকে
হাজার চেষ্টা করেও
সে শব্দ পাওয়া যায় না ।
এখন নিঃশব্দের কাছে শব্দ শিখছি
সে আমায় পাকে পাকে জড়িয়ে
শব্দপাগল করে দেয় ।
তখন শব্দযাপনের সুখই আলাদা ।
একটি মন্তব্য পোস্ট করুন