তাপসী লাহা
বর্ণমালা
একটা পুরানো কাঠের বুক চেরো,
উঁকি মেরে দ্যাখো, ভেজা
আস্বাদে পাথরের কোন আত্মায় পাউরুটি চুবিয়ে
লাল রঙের তরল
আলতায় উজ্জীবিত
থোকা থোকা ফল -
কলম থেকে নতুন চারা গজানো,
সেই চিরযুবা গাছের শাখপালের অনিয়ন্ত্রিত বিস্তার
থেকে মানুষ রপ্ত করে বনপালনের অনার্য ইতিহাস।
গৃহপালিতর নির্লিপ্ত সেবা ও সরলতায় সমস্ত প্রাণশক্তির পাদপ্রদীপে ফুটে ওঠে উষর পৃথিবীর আদিজ ভালোবাসা।
স্বপ্নের আদলে বুনে চলা পৃথিবীর কথকতা কত বুঝি, শিখি, ভুলে যাওয়ার মতো করে।
কেউ হাত নাড়েনা পাশের পাহাড়টুকু একটু করে বড় হতে শিখে যায় গাছেদের নিভৃত বর্ণমালায়।
একটি মন্তব্য পোস্ট করুন