তাপস গুপ্ত
বিরতি ও শপথ গ্রহণ
বিরতি নিয়েছি বলতেই ধুধুরিমা মাঠ এসে মুখ ঢেকে দেয়। একটা অপ্রকাশ্য চুমুর শব্দ হতে না হতে সুপার সোনিক বিমান উড়ে যায়, যাত্রীরা তার মুঠোয় মুঠোয় প্রজাপতি ছেড়ে দিলে তারা গৃহস্থের অঙ্গন জুড়ে রং ছড়ায়, শ্রী হরিকোটায় সোলার প্যানেল আলোকিত করা জোনাকিরা প্রজ্ঞায় জেনেছে তাদের নিউক্লিয়াস নাও থাকতে পারে, চিনের একটা মরে যাওয়া উপগ্রহ ধেয়ে আসছে পৃথিবীর দিকে, ম্যানগ্রোভ জঙ্গলের গভীরে যে কুমির ছিল সে চিনেছে কামদা নদীর জল, গতকাল দাঁতের ফাঁকগুলো থেকে স্ট্রং কিংফিশার সরিয়ে নিচ্ছিল আমিষ সম্পদ আর তৎমুহূর্তে ডানার আড়াল থেকে সিবিআই এসে খুলে নেয় তার স্বর্ণ খচিত দাঁত। পাঁচশ বিয়াল্লিশ টা দাঁত কাল শোভা পাবে রাষ্ট্রপতি ভবনে, সোনালি শপথ গ্রহণে।
২.০৭.২০২৩
একটি মন্তব্য পোস্ট করুন