সন্দীপ বিশ্বাস
এবং
ভালো কথাগুলো গাঁটছড়া বেঁধে
আমাকে আঙুল তুলেছে
আমার তুলি তোল্লা কিছু নেই
শূন্যের আকার প্রকার পরিধি থাকে না
বায়ুহীন
এবং বায়ুর প্রখর
বেলা
গুলিয়ে যাচ্ছে সবটা। পৃথিবী
ধ্বংস ও নির্মাণে আবিষ্ট থেকে
পুনশ্চ উদ্ধারে অক্ষম -- সে নেই
তারা নেই --
বেলা বাড়ে
সরল রেখা
চমৎকার -- এই শব্দটার সঙ্গে কোনো প্রকাশ ছিল না
হাওয়ায় হাওয়ায় একটা ভাব ছিল।
স্তম্ভিত -- ঠিক তেমনই এক শব্দ, ওখানে মূক বা বোবা
এদের প্রকাশিতব্য তেমন শংসা থাকে না। আমি
এই দু'টি শব্দের মধ্যে একটি হাইফেন বসিয়ে রেস্ট করছি
একটা দিন
আর সরল রেখার গন্তব্য
ঘুমের বিষয়
একটি ঘুমের মধ্যে দাঁড়িয়ে
আরেকটি ঘুমকে অবর্ণ করার
কিছু নেই ভালোবাসা
প্রতিশব্দ
হতে পারে
শব্দের দোহার
শব্দের কোটরে লুক্কায়িত শব্দের দোহার
কে যেন কথা কয়ে গেল
কে কথা কয়
হোঁচটের মাত্রাগুলো একে একে দোসর
আঙুল বেয়ে রক্ত
আঙুল বেয়ে রক্ত
অসি নিষ্কাশিত হল কোমর থেকে
ও হে যাত্রাপালা থাম এবার
বিবেকের প্রবেশ স্বগত: বিড়বিড় করছে।
চত্ত্বর জুড়ে পায়চারি এখন
মানুষগুলো এবার হাততালি দেবে মানুষের
গা বেয়ে রক্ত। রক্ত গড়ায়
গা বেয়ে রক্ত গড়ায়
আদিঅন্ত
বাংলার গা বেয়ে রক্ত গড়ায়।
একটি মন্তব্য পোস্ট করুন