লোকপুরাণ






১.
হাঁড়িতে ফুটলে জল, অভাবী মাসে মনে পড়ে আয়ুর গ্ৰাসে কাকে রেখেছি ফেলে। এভাবে হারিয়ে যাওয়া মানায় না আর। আর কত অশ্লীল হবো। মুগ্ধতা চেয়েও রক্তকে বলি সতী হও সতী হও...মন চিনলেনা তুমি? অভ‍্যাসে জেগে আছে উপেক্ষা। আমি কি তত অপরাধী দাহ‍্য আগুন যত। বেধরক দিল জানে, অকারণে হয় না কিছুই...




২.
ডালে ফুটে আছে দীর্ঘ ফুল। 
আলখাল্লা আলো তার ঠোঁটে... 
বুঝিনি আজও সখা, প্রেম আর পরমান্নের ক্রম,
তাই যে মনে মনে ওঁ স্বাহা ওঁ স্বাহা বলি।




দৃশ‍্যের জন্ম হলে আশ্চর্য শরীরের খাঁজে মোম। তবু পৃথিবীর বুকে পুরোনো শীত ফুরিয়ে গেলে জেগে ওঠে ক্ষত...বাঁশিতে রেখেছে ঠোঁট, কালের রাখাল। কারা আসে চলেই বা কেন যায় জানি না। শুধু দেখেছি ফেলে যাওয়ার চিহ্নে গোধূলির দাগ...




সোনালী ঘোষ

Post a Comment

নবীনতর পূর্বতন