উদিত শর্মা 







অবিক্রীত 

কতদূর থেকে দেখলে নিজেকে 
সঠিক ভাবে দেখা যায় --
দর্পন নয় , আধারকার্ডও নয় । 
দেয়ালে পুরনো স্লোগান মুছে নতুন স্লোগান 
লিখতে আসা তরুণটিকে ঠিক চিনি তো ! 

রোজ রাতে সেলোটেপে জোড়া দেওয়া
ভাঙা মাথা নিয়ে বসে থাকা আর
ঘুমের প্রলেপে ঢেকে রাখা ক্ষত । 

শেয়ার মার্কেটে দর ওঠানামা দেখতে দেখতে
মাঝে মাঝে মনে হয় , 
কলেজস্ট্রীটের ফুটপাতে পড়ে আছি
অবিক্রীত একফর্মা বইয়ের মতো । 







অ্যারেস্ট 

ফার্স্ট ব্রাকেট দিয়ে ভালবাসা শুরু করেছিলাম
যখন কুলানো গেল না সেকেন্ড ব্রাকেট এল
এরপরের ভালোলাগাগুলোকে ক্রমে ক্রমে
তৃতীয় এবং রেখা বন্ধনী দিয়ে 
আটকে রেখেছিলাম 
যাতে প্রয়োজন মতো একটা একটা করে খুলে
তাদের ঘ্রাণ নিতে সুবিধা হয়

একসময় এমন হল -
কোনো বন্ধনীতেই ওদের আর 
আটকে রাখা গেল না

এক আকাশ ভালোলাগার সুগন্ধকে
কোনো বন্ধনীতে বেঁধে রাখা যায় না যে ! 






কষ্টকল্পনা

ভবিষ্যতের কোনো ছায়া থাকে না
শুধুই থাকে কায়াকল্পনা
ঘরে যদি ন্যূনতম একটা জানলা থাকে
তবে তা ভবিষ্যতের জন্য রেখে দেওয়া ভালো
সেই জানলা থেকে ঈশ্বর বা শয়তান নয়
যেন আকাশ দেখা যায়
যেহেতু শেষপাতা বলে কিছু হয় না , তাই
কষ্টকল্পনা হলেও আকাশের প্রতিটি পৃষ্ঠায় 
যেন নিজের প্রতিচ্ছবি ভেসে ওঠে । 

Post a Comment

নবীনতর পূর্বতন