অজন্তা রায় আচার্য  



প্রার্থনা

একেকদিন রাতে একেক রকম ঘুম ভাঙে

অদোসর রাতের চোখে আরো বেশি মদ চাহিদা

ছায়া ছায়া অনঘ শরীর

আনচান জ্যোৎস্নাকল্লোল 

ঝরা স্নানে যৌবনবতী স্বাতী

জ্বলজ্বলে উজ্জ্বল মহাকাশ স্টেশন    

গা ছমছম করে ওঠেচাঁদ থেকে তুমি নেমে আসো যদি!

অপরিণামদর্শী প্রথম বসন্তের পর্দা উড়ে যায়

না চাঁদ নয়আজ রাতে উপচানো বৃষ্টির  প্রার্থনা করি 

 

 



অন্ধকার আলো

কেউ কি অপেক্ষা করে থাকেশত্রু অথবা মিত্র

মায়া খুলে বাইরে এসে দাঁড়াই

ঘুমন্ত পৃথবীর বাইরের দরজায়

ঘুমের মধ্যে প্রবেশ করতে পারলাম না কখনো 

আহত হই ঘুমের চাকুতে

আমি কি কিছু বলতে চাইশুনতেও কি চাইলাম ঠিকমতো! 

হাত থেকে গড়িয়ে পড়ছে অন্ধকার

এ অন্ধকারের অনেক ফাটল

ফাটলে ফাটলে সফরতোমার হাত খুঁজেছিখুঁজি আজো

শুদ্ধ অন্ধকার অতি পবিত্র

আলোও তো এক মায়া গল্পকার

বলোতোমার কথা বলো ... 


                     

Post a Comment

নবীনতর পূর্বতন