সমর সুর




স্যানাটোরিয়াম 

তারাদের গ্রহণ নেই কোনও কলঙ্ক চিহ্ন
শুধু চাঁদের বিড়ম্বনা ছাড়া
যখনই খসে পড়তে দেখি,দৌড়ে ছুটে যাই
খুঁজে পাইনি একটিও তারা।
সেই গুলিখেলার সময় থেকে তারা ধরবার ইচ্ছেটা
আজও প্রশমিত করতে পারিনি।
দিন দিন আকাশ ছোটো হয়ে যায়,অন্ধকার বাড়ে
দূরত্ব দীর্ঘ হয়
হাতের তালুর রেখাচিত্রে ক্রমশ ফুটে ওঠে 
স্যানাটোরিয়ামের ছবি।
তবু তারা আছে বলে আজও জেগে আছি
খসে পড়লেই ছুটে যাই,আহা ! ঐ যে খসে পড়ল 
একটি দু'টি....
খুঁজতে খুঁজতে পাখি ডেকে ওঠে 
আমি কি এখন সজোরে ধাক্কা দেব জবা গাছ !
নদীকে নীলাঞ্জনা বলে ডাকতেই রাজশাহীতে ছাত্র বিক্ষোভ উঠে যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন