সুশীল হাটুই




ব্ল্যাককফি সিরিজ:





ব্ল্যাককফির সকাল

ব্ল্যাককফি আড়মোড়া ভাঙলেই ঠোঁটে
অর্গাজমের মুখোশ খুলে যায়। আজ ওর বহুমাত্রিক
উপন্যাসের শেষ চ্যাপ্টার লেখা হবে।
এখন যদি রাঙা আলস্যগুলো উল্লাসে ফেটে পড়ে,
তাহলেই জানালার ছায়াপথে দ্যাখা যাবে,
কুয়াশা-ভেজা ট্রামলাইন।





ব্ল্যাককফির সঙ্গে ঠোঁটের প্রথম পরিচয়

ব্ল্যাককফির সঙ্গে ঠোঁটের প্রথম পরিচয়
মাখন হয়ে ওঠেনি। ঠোঁট তাকে প্রলেতারিয়েত
করে ছেড়ে দিল। তারপর অনেক আপেলের
সর্বনাশ হলো। কমলালেবুর বস্ত্রহরণ হলো। শেষে
মোবাইল-স্ক্রিনে পরকীয়ার বর্ষা। এখন
ব্ল্যাককফি ঠোঁটকে বলে মুসোলিনি।





ব্ল্যাককফির ধোঁয়া

জঙ্ঘায় প্রেম বন্ধক রেখে যেসব শিহরণ
গান্ধারী হতে চায়। ওদের ডায়েরিতে লেখা আছে,
ঘরে কুকুর পুষলে, বেড়ালরা কিছুতেই
ব্ল্যাককফির ধোঁয়াকে  কুয়াশা ভাবতে
শেখায় না। তারই পার্শ্বপ্রতিক্রিয়ায়
চুম্বন-প্রেমিক ঠোঁটের  অ্যালজেবরাগুলো
রাষ্ট্রহীন হয়ে যায়।





ব্ল্যাককফির পিয়ানো

ব্ল্যাককফি ঠোঁটে পিয়ানো বাজানো শুরু
করলেই, রূপসংক্রান্ত পতন ছোঁয়াচে হয়ে যায়।
একটা মৌসুমি মাকড়সার জাল কতটা সিডাকটিভ
অথবা ঝিঁঝিপোকার গর্ভযন্ত্রণা ত্রিমাত্রিক কিনা।
সেই প্রশ্ন ওঠার আগেই ব্ল্যাককফির পিয়ানো
বুকের আলস্যগুলোর মিডলস্ট্যাম্প উড়িয়ে
দ্যায়।





ব্ল্যাককফির ফর্সা হওয়ার ইচ্ছে

ব্ল্যাককফির ফর্সা হওয়ার ইচ্ছে
আপাতত শূন্য। যখন ঘুমন্ত মোমবাতির
ফেভিকল ঝরাতে ইচ্ছে হয়। তখন অসংখ্য হেলেন
তাদের রঙিন শীৎকারগুলো আকাশে হেলিকপ্টার
করে উড়িয়ে দ্যায়। এতে আর কিছু না হোক,
সমস্ত উত্তেজনা পোশাকহীনতার
মাঝের বদ্বীপটাকে ধ্রুবক ভেবে বেঁচে থাকে।






ব্ল্যাককফির সাম্রাজ্যবাদ

ব্ল্যাককফির পেয়ালার ভিতর সাম্রাজ্যবাদী
মূর্খতাগুলো স্বপ্নদোষ বিষয়ে লেখা আমাদের
প্রতিটি প্রবন্ধের জ্বর মাপে। তখন কে কার
জঙ্ঘায় ড্রোন ওড়াবার ছক কষে। কে বুকপকেটে
আলোকবর্ষ রাখার ইচ্ছা নিয়ে বেঁচে আছে। 
এইসব ভাবনার মাঝে ব্ল্যাককফির সাম্রাজ্যবাদ
শেষ করে দেয় জাদুবাস্তব ঠোঁট।

Post a Comment

নবীনতর পূর্বতন