পিনাকী রায় (কনিষ্ক)



রোজনামচা

মানসিক যন্ত্রণা আর রোজনামচ 
ব্যস্তানুপাতিক 
আগলে রাখার পুরস্কারে 
অপমানের ক্ষত 
দেওয়ালেরও মান আছে 
তাই সরতে সরতে জানলা, 
শরীর বেয়ে দরদরে ঘাম 
তবুও ঘুম ভেঙ্গে দিন বেড়ে রাত 
প্রাপ্তির ভাড়ার গর্ভবতী 

আমার নিষ্কাম অক্ষম বীর্য জানে 
এ গর্ভে বাড়ছে কোন গোকুলের রোজনামচা






এবার মলে বৃষ্টি হবো

আগামীকাল একটা প্রেমের কবিতা লিখবো ভেবে প্রোগ্রামিং করে রেখেছি,
মাছের তেলে মাছ ভাজা নয়
বঙ্গোপসাগরে ঘনীভূত সাইক্লোন
দিন দুয়েক পর কালবোশেখী

রামনবমীর মিছিল থেকে রাষ্ট্রবিভক্ত      -হনুমান জয়ন্তী

আজানুলম্বিত আলোচনায়
জন্মনিয়ন্ত্রণের কথা একবারের জন্য উঠে আসেনি,
IVF এর শরনাপন্ন ইকোনমিক রাম
মন্  কি বাতে ব্যস্ত লব-কুশ 
থৈ থৈ জলে জন্মের দাগ
কথার পর কথা পাল্টিয়ে
ঠোঁটের পর ঠোঁট বুলিয়ে
আমার পাশে কে যেন দাঁড়ালো
চাঁদের গায়ে জমাট রক্ত

'যমজ সঙ্গম'

উপুড় হওয়া মস্ত রাত
শরীরে ঝুঁকে পড়েছে হারানো ভুবন,

একটা অজানা পাখি বলে গেল
একবার বৃষ্টি হয়ে ঝরো দেখি।





উপত্যকা

ব্যস্ততার অজুহাতে যদি
দিনের সংজ্ঞা আঁকি
গাছের বাকল ছাড়িয়ে
              মাখিয়ে দিই বিষ
ঐ দ্যাখো শপিং মল,কার পার্কিং, গোডাউন বেয়ে
               ব্যক্তিত্বের ধারা 

পোকা লেগেছে গো পোকা

মুপিক্রন অয়েনমেন্ট দিয়েছি
মাথাভর্তি মিরাকুলান
চারপাশ থেকে গ্যাজগেজিয়ে 
মুকুল
এবার আরও ব্যস্ততা
অজুহাত আজানুলম্বিত

জনারণ্য,
সবাই ঘাড় গুঁজে
এক একটা স্মৃতিসৌধ।

Post a Comment

নবীনতর পূর্বতন