সন্দীপ বিশ্বাস





মৃত্যুদেব কিংবা মৃত্যুর দেবতা

এবং এ সবই মানুষের অর্জন। বিষয়টি মৃত্যু
এবং এই মৃত্যুর ভেতরে অপ্রবেশ, মানুষ ভগ্নাংশজাত।
অংশানুক্রমে মানুষের ঝুলন্ত নগ্ন আত্মা, তার ঠিক উল্টো পিঠে
ঈশ্বর দাঁড়িয়ে। আর উপায় থাকে না - হাত তুলে দাঁড়ায় নির্ধারিত
যেহেতু বোধশূন্য তার জামার কথা নয় মৃত্যু কোনো এক বিষয়বস্তু
এবং মৃত্যু যথার্থই সন্ত্রাস, ডুবে যায়, ক্লান্ত করে -
বোধহীন ফাঁকা মস্তিষ্কে এইসব ঢুকিয়ে দেন, মৃত্যুদেব কিংবা মৃত্যুর দেবতা।


১০/০৪/২১





সাদা ঝড়ের স্থান

সাদা হাড় দিয়ে নির্বাচিত যে স্থান
সেই স্থানের কিছু মাহাত্ম্য আছে। যে জানে সে
এড়িয়ে যায়। অন্য অনেকেই এরকম করে - যেমন নির্বাক
থেকে অন্য কোনো ভাষার ভিতরে, তারা হাঁটে। আরও
অন্য - তারা সংখ্যায় নিতান্তই কম - অন্যমনস্ক থাকতে
থাকতে বাড়ির ঝুল - বারান্দায় গিয়ে দাঁড়ায়। উজ্জ্বল
হাড়ের যতিগুলো তখন ফোলা ফোলা লাগে।

১৪/০৩/২১


Post a Comment

নবীনতর পূর্বতন