দেবযানী বসু




মনোনয়ন পর্ব

লকারের পবিত্রতা রক্ষার ভার কাকে দেব
উচ্চমার্গীয় সঙ্গীত পরিবেশ তৈরি করছে
গাছের নিজস্ব লকারে কীটনাশক দিয়েছি
গাছেরা সমবেত সুরে বিদ্যালয় শুরু করে
অসমাপিকা ক্রিয়ার ভাঁজে দলিল ও লকার।




ঝরাফসল

দুয়েকটা আক্কেল দাঁত মিলে লকার বানিয়েছিল
গানের জল ও ডাঙায় হ্যামলিন - বাঁশি বাজে
প্রতিকবিতার জ্বর বাড়ে মিশ্রর গল্প দ্যোতনা
মোহনবাঁশির সংসারে ভাঙনের পথ ভাগাভাগি
কে কোথায় দারোগার মহাপ্রসাদ হুমকিসহ দেয়।








বাস্তুকবর

কাঁচের স্রোতে ভেসে গেছে ছুঁচোর আক্কেল দাঁত
কপাল ফুঁড়ে একদিন দাঁত উঠবে  শুভ মহরত
কুয়াশার ঘনত্বে রোমান্স মেশাচ্ছি রান্নার অবধূত
শরীর এক নিস্পাপ দলিল অন্তর্যাত্রায় শুয়ে
মাটি খুঁড়ে দেখি দলিল ও গল্পগুলো সঙ্গমরত।

Post a Comment

নবীনতর পূর্বতন