স্বপন দত্ত
তিন রাউন্ড
১
মৌন থেকে হয় শ্রোতা যৌন থেকে রমতা
যখন মৌন হই তখনও রমতা কিন্তু কার সাথে
অমিতা দেবশ্রী পৃথা অথবা ইষ্টিকুটুম কোন সে...
২
সেই তো বানিজ্যই কবিতার ফেরি
প্রাণ কিংবা আনন্দ কিংবা জ্যোতি কোন সে শিহরণের সিঁড়ি
চিৎ হয়ে আছি চিৎউপুর আমিই কি জ্যোতিষ্মতী নারী
৩
কবিতা = নির্মাণ তাহলে আমি
যতই সাঁতরাই আনন্দকে পেরোতে পারি না
যতই দেখি নিজের বাইরে যাওয়া হয় না
একটি মন্তব্য পোস্ট করুন