স্বপন দত্ত 






তিন রাউন্ড










মৌন থেকে হয় শ্রোতা যৌন থেকে রমতা
যখন মৌন হই তখনও রমতা কিন্তু কার সাথে
অমিতা দেবশ্রী পৃথা অথবা ইষ্টিকুটুম কোন সে...







সেই তো বানিজ্যই কবিতার ফেরি
প্রাণ কিংবা আনন্দ কিংবা জ্যোতি কোন সে শিহরণের সিঁড়ি 
চিৎ হয়ে আছি চিৎউপুর আমিই কি জ্যোতিষ্মতী নারী








কবিতা = নির্মাণ  তাহলে আমি
যতই সাঁতরাই আনন্দকে পেরোতে পারি না
যতই দেখি নিজের বাইরে যাওয়া হয় না

Post a Comment

নবীনতর পূর্বতন