উদিত শর্মা 







জীবন 

যতটুকু রৌদ্র এবং ছায়া 
ততটুকু জীবনের গড় আয়ু 

একথালা ভাত সেতো সুখবর 
সঙ্গে ডাল গৃহিণী সুগন্ধ যেন -

আলুসেদ্ধ  ম্যানারিজম্   
ক্যাঁচরম্যাচর সিলিং ফ্যান 

ভোগের প্রসাদ গ্রহন 
হ্যাক হয়ে যাওয়া মাথার মতন । 







প্রিয়তমা 

তুমি প্রিয়তমা তাই 
নদীকে অনেক নামেই ডাকি 
ডুবতে ডুবতে অতলে তলিয়ে যাই 
খুঁজতে থাকি হারিয়ে যাওয়া সোনার টিপ

তুমি প্রেমিকা বলে , যতটুকু বুকে কালি ধরে
ভালোবাসার কথা অবিরত লিখে চলে 
ঝর্ণা কলম । 





রাজহাঁস 

ঘর বলতে শুধু  একটা দেওয়ালের তফাত 
ভেতরে গল্পবলা রাজহাঁস -
ঘরকন্নার চাবির গোছা তার আঁচলে , 
গোপাল-পুষ্প-জর্দা-পানের আলো ছড়িয়ে যেন

মাঝেমাঝে মেঘে-মেঘে ঢেকে যায় সিলিং 
জলের আয়না মুখ তুলে ধরে । 


Post a Comment

নবীনতর পূর্বতন