রবীন বসু
ধ্বস্ত পলাশ
ছোটবেলা থেকে পলাশফুল খুব ভালোবাসে ঈশানী। বসন্ত এলে যখন থোকা থোকা লাল পলাশ ফোটে, তখন ও আর স্থির থাকতে পারে না। বুকের মধ্যেটা তোলপাড় করে। কলেজ বন্ধু শৌনক শিশির রূপালী যখন প্রস্তাব দিল, 'পুরুলিয়ায় বরন্তি বলে একটা জায়গা আছে। সেখানে লাল পিয়ালের বনে এই সময় খুব পলাশ ফোটে। বরন্তি লেকের জল লাল হয়ে যায়। দারুণ। সবাই বেড়াতে যায়। খুব ভালো রিসর্ট আছে । একরাত থেকে পরের দিন চলে আসব। যাবি?'
ভাবার কোন প্রশ্নই নেই। ঈশানীর সারা বুক জুড়ে তখন পলাশের ওড়াউড়ি। ওরা বরন্তি গিয়েছিল। কিন্তু ঈশানী ফিরেছিল ধ্বস্ত রক্তাক্ত পলাশ হয়ে।
ভালবাসা
"আমি তোকে ভালবাসি।"
"বেশ তো।"
"তোর শরীর চাই।"
"বেশ তো।"
"কবে যাব?"
"কোনো দিন না।"
"কেন?"
"ভালবাসিস বলে।"
নতুন
"তোকে আজকাল একদম ভাল্লাগেনা। বোর…"
"যে কোনো সম্বন্ধই একদিন পুরনো হয়ে যায়।"
"তাহলে কী করব?"
"নতুন সম্বন্ধ খোঁজ।"
"তখন পুরনো…"
"সে তখন অন্য একজনের কাছে নতুন হবে…"
একটি মন্তব্য পোস্ট করুন