শিখা কর্মকার






ভোর  

একটি পাখি ভোরের মাঠেকুয়াসাতে একা ;

সেও কি বিদায় নেবে বলেই করতে এল দেখা ?


 



কবি প্রণাম

 আকাশ প্রণাম করে, বাতাস প্রণাম করে,

ভালোবাসা দুয়ারে দাঁড়ায় ;

তোমার অমৃতধারা, কল্যাণের হাত ধরে,

অনন্তকালের দিকে যায় ।

  





কেউ নই 

পায়ে পায়ে খেলে নোনা বালি,  ছুটে এসে ঢেউ কথা কয় 

ভালোবেসে ভেজাবি আমাকে?  জানিসনাআমি কেউ নই?




 


Post a Comment

নবীনতর পূর্বতন