সুজিতকুসুম পাল






অণুকবিতা ১

সবুজ ফ্লয়েড ঠোঁট মেলে

হাঁটুর ফাঁকে শ্বাস খোঁজে;

তীরহারা ঢেউগুলো

তীরে এসে তীর খোঁজে। 

রাজার হাতে গ্রন্থ দেখে

গ্রন্থকার চোখ বুজে;

গ্রন্থকারের নেত্রকোনায়

নীল ফ্লয়েড নীড় খোঁজে।




 

অণুকবিতা ২

পণ্যবিহীন তালিকায়

ক্রেতা এসে পণ্য খোঁজে;

তালিকার সিলিংজুড়ে

স্বপ্নগুলো মনিব খোঁজে।

ডানার খোঁজে স্বপ্ন যখন

উড়তে গিয়ে থুবড়ে পড়ে

মনিব তখন দানা ছিটায়

নতুন ডানার আবাদ করে।

 




অণুকবিতা ৩

সাদা সূর্যের মৃত্যুর পর

কালো চাঁদের জন্ম হলো;

জোছনাকে সামাল দিতে

সঙ্গনিরোধ বড়ি এলো।

সাদা-কালোর ব্রিদিং গেইমে

হার-জিত ফসকে গেলো; 

প্রদোষকালিন হাটবারে

র্ণবিহীন ভ্যাক্সিন এলো।

 


Post a Comment

নবীনতর পূর্বতন