লিপি সেনগুপ্ত
সমকাল
অসংখ্য পথ ভেঙে পথ খুঁজছে সমকাল
দেখছি খসে পড়ছে বাকল
ছিঁড়ে যাচ্ছে পাতা।নিঙড়ে নিচ্ছে রস
উপড়ে নিচ্ছে চোখের শিকড়
চেতনার কাল বেনো জলে ভাসছে
কাল চেতনায় ভঙ্গুর কঙ্কালের মাথা
খুলিতে ঢেলে দিচ্ছে উষ্ণ গরল
নক্ষত্রের ম্লান আলো
আঁচড় কাটছে বাতিস্তম্ভের গায়ে
আমরা দর্শকাসনে
সুদৃশ্য গ্লাসে পান করছি সময়ের মদিরা
সংগ্রাম
কুঁড়ে ঘরটার সামনে ন্যাংটো মেধো গান গায় আর পাক খায়—
গোলা ভরা ধান লিব
বাপ মায়েরে কাপড় দিব
লতুন লতুন জামা হোবে
ও পাড়েতে সূর্য্যি ডোবে
মেধোর বাপ মেধোর মুখে চুমু খায়,
ব্যাটা আমার …
বাপটার চোখে জল গড়ায় কেনো মেধো জানে না
মা দুগ্গা দুগ্গা বলে বিড়বিড় করে।মুখে আঁচল চেপে কাঁদে
মেধোর বাপ ভিন্ রাজ্যে যাচ্ছে
ফিরবে ছয় মাস পরে। এ রাজ্যে চাকরি নাই।
দমকা হাওয়ার মত
চলে যাওয়াটা খুব সহজ ছিল না
অন্ধকারে মশালের আলোর মত তীব্র,বাগ্ময়
তবু দমকা হাওয়ায় উড়ে যাওয়া কথা
বাতাসে পোড়া গন্ধ মিশিয়ে দিতে দিতে
ফিরে আসে
তখনও মন ল্যাম্পপোস্টের নীচে
আলো আলো বৃষ্টিতে ভিজে বলতে চায়
কেন দেখা হল তার সাথে !
একটি মন্তব্য পোস্ট করুন