নিমাই জানা








অযৌন অসুখ লিঙ্গ পুরাণের অজারজ কথা

অযৌন ঈশ্বরের শরীর থেকে তিনটি সাদা মেহগনির মোহ গন্ধহীন সাপ উপগ্রহের মতো ভেসে বেড়াচ্ছে
ভয় শূণ্য কক্ষপথে মিলিয়ে যাচ্ছি সাত্ত্বিক স্নানের পর, একটি অস্ত্রহীন পুরুষ নিজের শিরস্ত্রাণ থেকে লিঙ্গ পুরাণের অজারজ ভগ্নাংশ বের করছেন, নিষিদ্ধ অবতারের শিরদাঁড়া বেয়ে উঠে যায় একটি অধাতব নৌকার মাঝি,
জননতন্ত্রহীন মহানগর পুর প্রদেশে অঙ্কুরোদগম বিছানা পেতে শৈলোৎক্ষেপের নরম আগুন স্পর্শে মিলিয়ে দেই পোড়া পোড়া দুই হাত, মৃত্যু একটি অন্ধকারকে প্রতিরাতেই ছোবল মারে

চাঁদের মতই প্যারেনকাইমা রঙের অনন্ত শয্যার নীচে চতুর্থ বিদুষকেরা সরলবর্গীয় আকাশ গঙ্গায় মিশে যাচ্ছে, ধীবর উপগ্রহের বিষাক্ত পোশাকের অন্তরফল নির্ণয় করছি একা একা








যীশু পুরুষ ও শতানীকের নবম পিতারা

মাটির ফাটলের ভেতরের যীশু পুরুষকে একা একা তৃণভোজী মানুষের মতো খাদক ভেবে গ্রহণ করি আমি শতানীক,
নবম পিতারা দরজার ভেতর থেকে দীর্ঘ বাম বাহুটিকে বিষুব অক্ষরেখার ভৌতিক ছায়াপথে বিষন্ন করে যায়
বৈদিক হৃদযন্ত্র নিয়ে বসে থাকি,  আমরা তিনজন শ্মশান বন্ধু মাকড়সার শরীর বেয়ে অ্যালকোহল খাচ্ছি
রাতের সব মূর্ধন্য সন্ধ্যা মানেই মাৎসর্য সমগ্ৰ নয়
কিলবিল সাপের ভ্রুন বীজের মতো সেন্ট্রোমিয়ারের একদল পুরুষ ফুল আমাকে নিয়ে যাবে ঈশ্বরহীন জলঙ্গি স্নান উপদেশে, সারারাত ঘুম রঙের ঔষধের মতো একটা সাপের উপবৃত্ত হয়ে শুয়ে থাকি অদৃশ্য শিল্পের মহা ঘোরে, দ্রোণ পুরুষেরা শরীরী পরকীয়া দেখছি,
জলঙ্গী নদীর ঈশ্বরীর সাথে নৌকাবিলাস শেষে একটা কংক্রিট হৃদপিণ্ডে অসংখ্য সাপের জিব ভরে রাখি









ক্ষয়জাত চোখ ও জীবাশ্মের শুককীট

নবম দ্বার কক্ষে দাঁড়িয়ে থাকা অ্যামাইনো পাথর জলে ভেজা প্রদেশের নিরক্ষীয় সমাধিক্ষেত্র থেকে ফিরে আসা সাংখ্যযোগীরা মৃত বারুদের গায়ে প্যারেনকাইমার অন্ধকার উগরে দেয় শিরশ্ছেদহীন মৃত পাতার অতিলৌকিক জীবাশ্মের শুককীট
উপুড় মাটির কলসের নিচে ত্রিবিধ ব্রহ্মপুত্রের আদিম অনন্ত খন্ডের শ্মশান, 
এ দেহ খোলস রেখে আসি ১২ নভোমন্ডলের এক একটি রজঃ পিঠের কাছে, পুরুষ মানুষদের জন্য মুখগহ্বর থেকে ঈশ্বরীয় পুত্রেরা বেরিয়ে আছেন নবজাতক কঙ্কালের মতো
সকলেই অনাসক্তের মতো,  আমার পিঠের কাছে দুটো ধারালো সাপের শল্কমোচনের আদিম বায়বীয় অসুখ মাখা মুখের কাছে রাতের ট্রাইজোফস চুম্বন সেরে নেয়
আমি ক্ষয়জাত, ক্ষয়জাত অশোক পুরুষের মধ্যমায় দাঁড়িয়ে জলজ গ্রহণ করে নিচ্ছি চেরা চেরা জিভের অনিষিক্ত কৃষ্ণকিশোর

Post a Comment

নবীনতর পূর্বতন