সঞ্জয় লাহা







সেবা

থালা পেতে বসে আছি
তুমি শুধু বেড়ে দিলে ভাত

উষ্ণ বাষ্পে ভোরের আভাস পাই
গোগ্রাসে শেষ করি রাত






ভ্রম

ভিজে যাওয়া কার্নিশে মেলেছি পতাকা

তুমি হেঁটে গেলে-
আমি দেখি জলরঙে দূর পথ আঁকা







যোগবিয়োগ

সপ্তাহ পার হল। রবি থেকে শনি।
শোক এসেছিল এক চুপিচুপি রাতে

শীতের মতো করে কই তুমি তো আসোনি!


Post a Comment

নবীনতর পূর্বতন