হঠাৎ অন্ধকারে
লণ্ঠন আর তোমার লুকোচুরি খেলা
আমার অভিমান তোমায় হন্যে হয়ে খোঁজে, অকারণ
মাঝে পথে রোমে রোমে 9০° অনুলোম বিলোম
তোমাকে ফেরালে কষ্ট পেতে
আমিও ফিরিনি দুঃখী হব জেনে
যথারীতি ছোঁয়াছুঁয়ি
আমি জ্বলে উঠলে
তুমি সানন্দে খাক হলে
পূরবীর স্তবকে
রোদের সিরাম শেষে মাংসমিছিল ফিরতি পথে,
আর কয়েক পা
প্রাচীন কুয়াশা আর ছায়াদের কোলাহলে শব্দরা থুয়ে যায়
তুমি এক ভীরু হরিয়াল
কপালে রক্তিম আঁকো অবৈজ্ঞানিক ঋণে
আবহে পূরবী ক্ষীণ তট মীর।
সিন্ধু এড়িয়ে জ্বলে উঠি সন্ধ্যাতারার বেশে,
আমার অহংকার ভাঙে স্তবকে স্তবকে, যখন
তোমার মাটির দীপের আলো
ব্রহ্মাণ্ড পেরোয় অনায়াসে
শূন্য ক্যানভাস
দিনের ক্রোধ আর বেদনা থেকে
রাত ঝেঁপে আসে
কষ্টের চিহ্ন বলতে শূন্যতা
নশ্বরতা মুক্ত হলে
নগ্নতা আমাকে সন্দেহ করে
যদিও
রং ছিল
তুলি ছিল
আর ছিল দৃশ্যের অভাব
একটি মন্তব্য পোস্ট করুন