কুকুরের কেনা বিছানা
ক্ষয়ে ক্ষয়ে রাত
বেরিয়ে এসেছিল প্রভাত।
গানে গানে সিং নেড়ে উঠেছিল
অনেক অনেক হাতেতালি।
দিনের বুকেও বাসা বেঁধেছিল
ক্ষয়ের দাগ। সে কি কেবলি
দাগ? শত সহস্র ক্ষত
লুকালো মুখ একটা দিন তাতে,
একটা জন্মের মতো।
ভয় জয় করে পুরনো পাড়ায়
কুকুরের কেনা বিছানা পাতে
আগুনে, কিংবা কামনার গুহায়।
একটি মন্তব্য পোস্ট করুন