পা থাক জমিতে
জীবন কলতানে অনেক আদান -প্রদান,
বিবর্তনবাদ বা বাস্তুতন্ত্রে ঘুঘুর বাসা,
দর হাঁকাহাঁকি শেষে...
ডোডোপাখী বা ডায়নাসোর রূপক চিত্র, সফেদ-নীল ছুঁয়ে যায়, লাল ফিতে হাঁসফাঁসে,
বিজ্ঞাপনী গেট ছুঁয়ে থাকে, হলদেটে রসগোল্লা।
দ্বন্দ্ববাদের রসায়ন ছুঁয়ে থাকে, কিছু 'আকার ও মাত্রা',
ঠিক কোন মন্ত্রে ছোঁয়া যায়, নিপুণ রিপুর সেই আস্বাদন.....!!
চল মুখোশ খুলে এবার পথে নামি... ।
একটি মন্তব্য পোস্ট করুন