বিহান

কতবার যে দুহাতে কাদা মেখে ফিরে এসেছি আমাদের ছোট ঘরে। কতবার শরীরময় রং মশাল। এত ঘৃণার পরেও আমাকে খুন করে ফেলতে চেয়েছিলে যাতে তুমি ছাড়া আর কেউ স্পর্শ না করে পুতুলের ঘর।
প্রতিবার আলো জ্বেলে ফিরে আসা আবছা উঠোনে। প্রতিবার বর্ণপরিচয় খুলে অসংখ্য প্রজাপতি উড়ে যায়।চিৎ হয়ে শুয়েছে সুখের অসুখ। কতবার।
তুমি জানো।

অথচ ভাবতেই পারিনি একেবারে নরম এক রোদের দিনে এভাবে নৌকোডুবি হবে।








জয়িতা ভট্টাচার্য 

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন