ভুল
ঘন্টার কাঁটা বারো ছুঁলেই
মিনিটের কাঁটা সরে সরে
একলা হয়ে যায় সময় আবার;
এরই মাঝে জন্ম-মৃত্যু, হিসেব-নিকেশ, কাটাকুটি
সমান্তরালে বয়ে যায় এসব অনন্ত ভুল।
ঈর্ষা
তুমি চেয়ে থাকতে থাকতে
সুন্দর হলো যে দীঘল চোখ
যে বুকের মাঝে উত্তাল হলো তোমার ঠোঁট
তার নাম যখন তোমায় পেরিয়ে পৌঁছে গেল দ্বাদশতম উঠোনে
অমনি তোমার প্রেমে তীক্ষ্ণ হলো পোড়া গন্ধ
মোহ
হেঁটে চলেছি কয়েকশো মাইল
কালো পিচের রাস্তা জুড়ে ধুলো পা জড়াতে জড়াতে
অদেখাগুলো কেমন যেন স্পষ্ট হয়ে
চোখে এসে বিঁধছে অনবরত
তবু যেন নদীর মতো খুব পাশ দিয়ে বয়ে চলেছে কিছু
ঠান্ডা হাওয়া যেভাবে রোমকূপগ্রস্ত
তীব্র
আরও কিছুদিন এভাবেই কেটে গেল
তারপর আবছা কালিতে গভীর হলো কথারা
আঙুলের ফাঁকে নরম হয়ে এল মুহূর্তেরা
অথৈ সময় কূলকিনারা হারালো
অথচ এইমাত্র তীব্র সাইরেনে নিষিদ্ধ হয়েছে
এযাবৎ যত কবিতারা লেখা ছিল।
অবৈধ
আকাশের দিকে তাকালে
যে মুখ আলো হয়ে আসে
ভিজিয়ে দেয় শরীরের আনাচ কানাচ
সে কি তবে এই হৃদয়ের অবৈধ মরশুম?
আলোকবর্ষ তবে তুমি বৈধ ছিলেনা কোনদিন।
একটি মন্তব্য পোস্ট করুন