(অলংকারিক: বিপ্লব দত্ত)








পরিযায়ী মুহূর্তের চিত্র



         
ভেজা আলোর মতো জড়িয়ে থাকা
ধানশীষের বিষন্নতা
ক্রমশ আরো গাঢ় হচ্ছে



            

বালিচাপা শব্দের কোনো আর্তনাদ হয় না
তবুও অপেক্ষাগুলো বরফ কুচি হয়ে ঝড়ে পড়ছে
শীতের সকালে
   
   

          


বাদামী হরফের আয়ুকাল ক্ষয়ে যাওয়ায়
পোড়া কথোপকথনের লাভা নির্গত হয়ে চলেছে
জানালায় একফালি আয়ু লেগে আছে



               


সম্পর্ক ছিঁড়ে যাওয়ার কোনো নামকরণ হয় না
শুধু পাখি হয়ে উড়ে যায়

মাদুরের  উপশিরা ভেঙে ভেঙে
তৈরি হয় মথ ও মাঘের আঁতুড়ঘর




                

একটা বিধ্বস্ত মানুষ এলো চুলে দাঁড়িয়ে আছে
সুখ-স্মৃতির ভাবান্তর করবে বলে

অসহায় পথিকের পরিশ্রমী ভাষায় লেখা হচ্ছে শহরের দিনলিপি
  

                
               

অতলের কারুকার্যে মলিন  হয় মাছদের শ্বাস-প্রক্রিয়া
ব্যান্ডেজ বাঁধা অপেক্ষায় শ্যাওলা ধরে যাচ্ছে
ভারী হয়ে আসছে বেওয়ারিশ মুহূর্ত যাপনের অধ্যায়





                                       

সায়ন্তনী হোড়


Post a Comment

নবীনতর পূর্বতন