ঘুঘু ...
ঘুঘু এবং ঘুঘু-ধরা ফাঁদ পাশাপাশি
মাথামুন্ডুহীন গল্প করতে করতে
উড়ছে আকাশে, কখনো কখনো
একসঙ্গে দিক-পরিবর্তনও করছে
ওদের দৃষ্টি মাটিতে নিবদ্ধ ---
কাছে দূরে কোথাও
একটি বৃক্ষ খুঁজছে , খুঁজে পেলেই
উড়ে নেমে এসে
বৃক্ষডালে ঘুঘু, ঘুঘু হবে
ঘুঘু-ধরা ফাঁদ, ফাঁদ
আয়না ...
আয়নার মুখোমুখি, অথচ
নিজেকে দেখছ না
কিছুই দেখছ না
অনন্ত নৈঃশব্দ্য হয়ে স্থির
দাঁড়িয়ে রয়েছ, যেন-বা প্রস্তরীভূত
নিজেকে নিরর্থক মনে হওয়ায়
আয়না আত্মহত্যার কথা ভাবছে
উৎসব-আসক্ত সময় টের পাচ্ছে না
একটি মন্তব্য পোস্ট করুন