অসম্পৃক্ত আগুনখেলা





১.

নিজের ভেতরে কেউ
নিজের বাইরে কেউ 
কেউ সম্পৃক্ত
কেউ অসম্পৃক্ত
কেউ স্বেচ্ছায়
কেউ অনিচ্ছায়

আগুন নিয়ে খেলছে

তাহলে 
আগুনখেলা এক সর্বজনীন উৎসব






২.

ছলনা।
ছল নাও হতে পারে।
তবু একটা দীঘল পরম্পরা।
তবু কিছু কোমল অন্তর্ঘাত।
অসহানুভবও।

কোঁকড়ানো শরীর।
দোমড়ানো আত্মা। 
অমানবিক আচার।
হয়তো অনাচারই।
অথবা নয়।
তবু ক্রমাগত 
তবু ক্রমাগত 
ধ্বংসযাত্রা আমাদের। 

এই নিবিড় ছলনাযাপন।






 

৩.

স্নেহজন তুই
স্নেহপরিজন

হৃদয়ের নরমটুকু দিয়ে ঢেকে ঢেকে রাখিস আমাকে 
তোকেও রেণু কোরে রাখি ঠোঁটে, অধরে
নধর তুই
কান্তিময়
আর তুলতুলে

এই স্পর্শবিনিময়ে
বারবার জন্মান্তর হয় আমার  







৪.

উজাগর।
আমি
অথবা আমার সহপাঠ্য কান্নাঘর

উপোসী।
আমি
অথবা আমার মায়াময় দহন

আসঙ্গ।
তৃষিত যতো পথ
শেষ হয় তোর ঠোঁটে 
অথবা অন্যতর প্রসঙ্গে








৪.

মেঘ বললে মেঘ
অতল বললে অতল
তবু প্রতিভাত জানুসংহিতায়
ফুটে উঠছে আলোর সম্ভাবনা

তখন প্রভাত হল
তখন প্রতিভাত হল চরাচর 

তখন দেবীদের ব্রতভঙ্গকাল
তখনই ঊষালগ্নের ক্ষিদে
বৃষ্টি হোয়ে ঝরে পরলো 
আমার প্রতিটি রোমকূপে








৫.

বিদায় 
মূলত জলীয় 
বিদায়
মূলতো দ্বিমুখি
বিদায়  
ক্রনিকও

বিদায়লগ্নের পাশে মেঘ রেখে দিলে 
বিদায় শেষমেশ প্রপঞ্চনাময় হয়ে ওঠে









৬.

জটিলতাসরণি
তার গোলিঘুঁজি
তার অন্ধকার
তার রহস্য
তার রোডম্যাপ

তুই বহন করছিস কালবেলা
তুই বহন করছিস অন্তর্জল

আমি থই পাচ্ছি না কোথাও 









৭.

নিজেরই বৃত্ত 
নিজেকেই আবৃত্তি
একই ধুন
ক্রমাগত
একই লয়
বিরামহীন

ক্লান্তিহীনতার ক্লান্তি 
গভীর উদ্ধারহীনতা
যেনবা জড়
যেনবা গড়িয়ে যাওয়া পাথর










৮.

শরীরের নিজস্ব কিছু চলন-বলন
ঠাঁট-বাট
বিলাস-ব্যাসন 
লোভ-লালসাও আছে

অনেক সময় তুই তা বুঝতেও পারিস না

কখনও কখনও
নোতুন কোনো সম্পর্ক-আয়না
তোকে এমন আশ্চর্য কিছু পাঠ দেয়  










৯.

নিঃশ্বাস নিতে কষ্ট হয়
এমন দাপুটে হাওয়া আজ
ট্রেনের এই জানালায়

যেমন তুই কাছে এলে
আমার সব সংযমেরা হাসফাঁস করে

আমার দম বন্ধ হয়ে আসে










১০.

যতটা উদ্ভট হওয়া যায় 
যতটা অসংলগ্ন হওয়া যায় 

সেভাবেই নির্মাণ করতে চাই নিজেকে

কিছু গল্পো পরিণতির দিকে যেতে চায়
কিছু গল্পো পরিণতিহীনতায় ভোগে

আমি আমার গল্পোগুলি 
নির্মমভাবে খুন করি











১১.

পুরোনো গন্ধ
পুরোনো গল্পো
পুরোনো আবেশ 

তবু মেকি
তবু দূরের
তবু আদুরে

পুড়ে যেতে যেতে
দূরে যেতে যেতে
ফিরে ফিরে আসে

পুরোনো গন্ধ
পুরোনো গল্পো
পুরোনো আবেশ











১২.

কথার ফের
ফিরতি কথা
তিনি ও তুই 
তুই ও আমি 
ফিসফিস
হিসহিস
কামনাবাসনার খতিয়ান

ফিরে আসে
ঘিরে ধরে
আমাকে
তোকে 
তাঁকেও

কানামাছি 
খেলছি
বিশ্ব লয়ে










১৩.

লোকোত্তীর্ণ আলো ছুঁয়ে
অনালোকিত ভূমা ছুঁয়ে

অন্ধকারের সংশয় ছুঁয়ে 
স্বপ্নহীন পরম্পরা ছুঁয়ে

কেউ কেউ বাঁচে
বা
বাঁচার ভণিতায়
জাগিয়ে রাখে নিজেকে 

আমি?

লৌকিক?

নাকি
লোকোত্তীর্ণ?









১৪.

পিয়ানো,
তোর আঙুলগুলো
আমি, 
যেন পিয়ানোবাদক 

পথে পথে
নিভৃতের রোমহর্ষ
হাওয়ায়
হেমন্তের কনসার্ট






বিভাবসু 


Post a Comment

নবীনতর পূর্বতন