প্রেম ও নিউটন সম্পর্কিত




১) 
প্রেমটা বড্ড ছেলেখেলা
শূন্য থেকে শূন্যে যখন তীব্র আকাঙ্ক্ষা 
তোমার পা টেনে নিয়েছি মুখের ভেতর 

প্রকাশ্য খাজুরাহো থেকে নীলনদ 
একটা সিরিজ
নাম, 
প্রেম+রাত= নিউটন 

কায়াকিং করতে করতে ফুরিয়ে যাচ্ছে রাত
ভোর, গর্ভাশয়ের দ্বাররক্ষী 

আজ থাক
আর একদিন গুছিয়ে বলব
খিদে পেলে কেমন করে একটা ঘর দরকার হয়






২) 
সুন্দরের ভেতরেই আগুন থাকে 
এক একটা পাপড়ি খুলে দেখ 
যাকে পুংকেশরচক্র ভেবেছ
তা পরিচর্যার গ্রহদোষ 

এতদিন দ্বিতীয় সূর্যের কথা বলেছি
তৃতীয় চোখ 
আর মিলনের হৃৎপিণ্ড 

কিন্তু এটাও জেনে রাখ 
প্রতিটা দেবগনের ছায়া তোমার মত 
নিখুঁত ওম বিন্যাসের নয় 
যেখানে এক একটা আলতা ছাপ থেকে উড়ে যায় 
অসংখ্য আব্রহ্ম প্রজাপতি






৩)
Yes dear you are right. Opposite attracts. 

অথচ আমরা একই পোলের। নিরক্ষরেখার ওপর বৃষ্টিপাত ঘটিয়ে চলেছি নিজেদের মত৷ দিনের শেষে রামধনু। আমার কোমর। তোমার হাত।  সব মিলে ভুগোল থেকে সোজা রসায়ন৷ তারপর আরও একটা মহাবিশ্ব৷ ঠিক যেখানে উত্তরাধুনিক শেষ আর জিরো শুরু৷ শব্দে শব্দে চাঁদের জায়গায় বলয়হীন শনি।  আসলে আমাদের মাথা চাই৷ কেতু না৷







৪)
এরপর যখন প্রেম আসবে 
পৃথিবীর ভেতর মহাবিশ্ব 
অনাদি, আদিভূত
আমাদের পরাবাস্তববাদ থেকে জিরাফের গলা ভেবে তুলে আনব 
হারিয়ে যাওয়া নদীর নাম। 
তখন একটা রাত দিও 
ঈশ্বরের নামের পাশে 
তোমার কপাল বসিয়ে এঁকে দেব রাজতিলক

বাকিটা না হয় উহ্যই থাক 
প্রোজেশনের অন্ধকারে দুটো আঙুল 
সেরে নিক নিজেদের বকেয়া হিসেব

আমরা বরং যৌবন টেনে লিখে রাখি তৃতীয় লিঙ্গের ইঁদুর দৌড়







৫) 
ঈর্ষাকেই জীবনের আলো ধরে নিলাম 
বাকি পথ জলজ উপাখ্যান 

এবার দেখ 

জংলা ছাপের শাড়ি পরা মেয়েটি গাছতলায় মাছ বিক্রি করছে 
ইলিশ
বাঁ হাতে ছুঁড়ছে বাছাই পুঁটি, মৌরলা 
কয়েকটি সাইকেল বেল বাজাতে গিয়ে দেখছে 
সাপ জড়িয়ে 

ভয়
ভয়াতুর
 
জলের বোতল হারালে 
প্রেমিকের জলডুবি হতে পারে 

তত্ত্বকথায় নতুন করে লিখে রাখি 
জীবন একটা আলুনি ব্যাখ্যা 
তুমি ছুঁলে কুয়োতে জল ওঠে








৬) 
ঈশ্বর দেখিনি বলেই ধরে নিলাম 
আমি ঈশ্বর 
রোজ পূজিত হতে হতে
হাঁটুতে বেড়ে উঠছে অনাদরের ধুতরা 

ফল নয় ফুল
বিষে আমার ভীষণ ভয় 

শুঁয়োপোকার হুল 
জোঁকের মুখ 

তার চেয়ে এই ভাল 
রাজার সিংহাসনে বসে দেখি 
দূর দূরান্তের শহর
তন্দুরে পোড়া হচ্ছে অবিনশ্বর ঘাম 
সেবকের ধুলো পা








৭) 
এতক্ষণ নীলকে অর্ধেক নগ্ন করলাম 
নিলামে তুলে রাখা সম্পর্ক 
কৃষ্ণগহ্বরের এক কাপ চা

গর্ত থেকে পিঁপড়ের মিছিল 
হারমোনিয়াম 
তবলা 
ঝাঁপতালে বৃন্দাবনি সারং 

যেটুকু অংশ আব্রু বৈকল্য 
আঙুলের ছাপে বৃক্ষের বর্ধিষ্ণু চুম্বন 

আমাকে পাগল ভাবছ
খাঁচা খুলে দেখ 
কার্নিশে বসন্ত লিখছে চৌরাশিয়ার বাঁশি 
আর আমাদের গোপন স্নানঘর







৮)
আর কোন যাপন কথা নয় 
এক পেগ সিঙ্গল মল্ট
সাথে নলেনগুড়ের রসগোল্লা 

নীল নীল বেঁচে থাকা 

কি চাই বা না চাই তার হিসেব করতে গেলে 
নাবিকের কম্পাস সলিলসমাধিতে 
মাছের আঁশ
অক্টোপাসের প্যাপিলোমা 
জেলিফিশের বিষাক্ত শরীর

খুব কি দরকার

এখনও ঠিক করে গ্লাস ধরতে শেখনি 
এটাও জানো না 
টাই বাঁধার নির্দিষ্ট নিয়ম আছে

Bellow the belt says actually nothing







নীলম সামন্ত

Post a Comment

নবীনতর পূর্বতন