গোলাপ সিরিজ:





কুইন ভিক্টোরিয়া গোলাপ

WHAT A LOVELY THING A ROSE IS
----- ARTHUR CANAN DOYLE

ডাকপিওন আসেনি।
তাই জ্যোৎস্নার মেল আইডি পাওয়া
গেল না। শীতের ধারাপাত খুলতেই স্পষ্ট হয়ে যাচ্ছে,
কুয়াশার খঞ্জনি কুইন ভিক্টোরিয়া গোলাপের
কাছে পৌঁছয়নি। শুধু তারই জন্য,
ভার্জিন নদীগুলি সন্ধ্যাহ্নিকের মন্ত্র
ভুলে যাচ্ছে।
এখন কি আর ১ টাকায় ৩টে মোমবাতির
কটাক্ষ কেনা যাবে?
কুইন ভিক্টোরিয়া গোলাপ বিরক্ত।






রেড লিওনার্দো দ্য ভিঞ্চি গোলাপ

LOVE AND RED ROSE CANNOT BE HID
----- THOMAS HOLCROFT

আয়না পরিষ্কার করতেই
বেরিয়ে এল, মারি আতোঁনায়েতের হাসি।
এই হাসি আর ডলফিনের যৌনচর্চার মধ্যে একটা
সরলরেখা টানলে, শেষবিন্দুতে যে স্বপ্ন দাঁড়িয়ে
থাকে তার নাম, রেড লিওনার্দো দ্য ভিঞ্চি গোলাপ।
এরপর মোনালিসার কথা না এলে, কোনো
ধর্মান্তরিত গিটারের ক্রুশকাঠ বিষয়ে
অভিমত জানা যাবে না।
রেড 'দ্য ভিঞ্চি গোলাপ অপেক্ষা করছে।







সুইটড্রিম গোলাপ

ONE ROSE IS ENOUGH FOR THE DAWN
-----EDMOND JABES

রোজমেরি জাহাজটির তখন
নামকরণ হয়নি। এই হলদে শূন্যতা যখন
তিনকোনা টেবিলটার কাছে এসে পৌঁছলো,
তখনই ফুলদানির ভিতর সুইটড্রিম গোলাপ
কাঁদতে শুরু করল। তার কান্না শুনে দেয়াল থেকে
বেরিয়ে এলেন রাইনর মারিয়া রিলকে।
তিনি একটা পানপাত্রে সেই চোখের জল ধরে
রাখলেন। এই জল দিয়েই তিনি ফুলের সংবিধান
লিখবেন। এ কথা শুনে সুইটড্রিম গোলাপ
চুপ।







লাভ এন্ড পিস গোলাপ

I'D RATHER ROSES ON MY TABLE THAN
DIAMOND ON MY NECK
----- EMMA GOLDMA

মাখন-ঊরুর রক্তিম বিউটিস্পটের
নাম : লাভ এন্ড পিস গোলাপ। যারা স্বপ্ন দ্যাখার
পাসওয়ার্ড ভুলে আরশোলা আর উটপাখির
রাষ্ট্রচেতনা একই সরলরেখায় বসাতে চায়,
তাদের এক-গুচ্ছ গুঞ্জরন উপহার দিলে
এই বিউটিস্পষ্ট থেকে সোনালি আলো
বেরোয়। এই আলো দেখবে বলে নীলকন্ঠ
পাখির হোমার এখনো বেঁচে আছে।
লাভ এন্ড পিস গোলাপ যেদিন একথা জানতে
পারল, সেদিন থেকেই সে নিজেকে বিশ্বসুন্দরী
ভাবছে।






রেড ইয়েসটারডে গোলাপ

THIS LOVE IS A ROSE THAT BLOOMS
FOREVER
----- RUMI

ব্রিজের নীচে ছুটে চলেছে
জলের শিহরন। রেড ইয়েসটারডে গোলাপ
তাকে চন্দ্রগুপ্ত বলে ডেকে উঠতেই, মেঘেরা
ব্লাউজ খুলে মেঘদূতের শ্লোক ঝরিয়ে দিল।
ব্যাপারটা কতটা গণতন্ত্রিক আর কতটা ফ্যাসিবাদের
চোঁয়া ঢেকুর, সেকথা না জেনে কুয়াশার
পার্লামেন্ট শুরু হবে না। একথা কেউ না জানুক,
রেড ইয়েসটারডে গোলাপ জানে।







গোল্ডেন সাওয়ার গোলাপ

IF YOU ENJOY THE FRAGRANCE OF A ROSE
YOU MUST ACCEPT THE THRONS WHICH
IT BEARS
------ISAAC HAYES

জেব্রাক্রসিং-এর সামনে দাঁড়িয়ে আছে,
মৃত্যু অথবা গোল্ডেন সাওয়ার গোলাপ। ওর এই
উজ্জ্বল দাঁড়িয়ে থাকা দিয়ে অনেকগুলো
যুদ্ধের পাণ্ডুলিপি কেনা যাবে। জেব্রাক্রসিং-এর
ওপারে ওর ডেস্টিনেশন। সেখানে অনেকগুলো
বাতিস্তম্ভ আছে। সেই বাতিস্তম্ভের চারপাশে
মুদ্রাস্ফীতি আর্তনাদ আর বেইমানির ইতিহাস।
গোল্ডেন সাওয়ার গোলাপ এসব ঘৃণা
করে।






ইভনিং স্টার গোলাপ

A ROSE IS A ROSE IS A ROSE
-----GERTRUDE STEIN

a² + b² কে কুর্নিশ জানাতেই
বুঝলাম, ওই রূপসি ইভনিং স্টার গোলাপ। বৃত্তের
হিংসা দিয়ে ত্রিভুজ ফেসওয়াশ করলে গণতন্ত্রের
পতন হয়। কীভাবে এই পতন থেকে দেশকে
উদ্ধার করা যাবে সে বিষয়ে গন্ধ-সাবানের
প্রতিনিধি উপস্থিত থাকলেও কিছুই বলে না।
কেননা ইভনিং স্টার গোলাপের সামনে সকলের
বাকশক্তি কোমায় চলে যায়।






ভিনসেন্ট ভ্যানগগ গোলাপ

IF YOU REALLY SCREW UP,  SEND ROSES
-----LETITIA BALDRIGE

রোদের প্রতিভা যেখানে এসে মরে যায়,
সেখানেই সূর্যমুখীর বাগান। যে ছেলেটি বাগানের
গাছে জল দেয়। আর সন্ধেবেলা সূর্যমুখীর
মনখারাপ দিয়ে টেবিলটাকে সাজায়। সেই
টেবিলে যে বিষাদ ছড়ানো থাকে তার নাম,
ভিনসেন্ট ভ্যানগগ গোলাপ। এই বিষাদের
রহস্যজনকভাবে একটা কান উধাও। তবু্ও সে
রং আর গন্ধের ওপর পিএইচ. ডি.।






কোরাস গোলাপ

THE FRAGRANCE ALWAYS STAYS IN THE
HAND THAT GIVES THE ROSE.
--------- GEORGE WILLIAM CURTIES

কোরাস গোলাপের নীরবতা দিয়ে
কোনো নদীর মনখারাপের পাণ্ডুলিপি কেনা
যাবে না। এ কথা যেমন সত্যি তেমনি সত্যি ওর
নীরবতার ভিতর অনেকগুলো জানালা আছে। সেই
জানালা দিয়ে আন্টার্কটিকার সূর্যোদয় দ্যাখা যায়।
এ সব গোপন কথা মার্ক টোয়েনের বাইফোকালটি
জানে। কিন্তু হিউয়েন সাঙের দূরবিনটি জানে না,
জ্যোৎস্নায় স্নান করলে কেন কোরাস গোলাপের
জ্বর আসে,






প্লে গোলাপ

A ROSE DOES NOT ANSWER ITS ENEMIES
WITH WORDS, BUT WITH BEAUTY
--------MATSHONA DHLIWAYO

প্লে গোলাপ খেলতে খুব ভালোবাসে।
যদিও তাকে ব্যাডমিন্টন অথবা টেনিসকোর্টে দ্যাখা
যায় না। কিন্তু তাহলে কী হবে? মোজার্ট নামের
জোনাকিটি তার জানালায় উঁকি দিয়ে দেখেছেন,
রাত ১২টার পর তার ডিভানটাই হয়ে ওঠে গলফ
গ্রাউন্ড। সেই গ্রাউন্ডে প্লে গোলাপ পুরো খেলাটাকেই
নিজের আয়ত্তে রাখতে চায়।







সুশীল হাটুই


Post a Comment

নবীনতর পূর্বতন