১. 
সার্জিক্যাল ওয়ার্ডের কবিতা

চড়ুই পাখির আত্মহত্যা দেখে এঁদো পুকুরের  জল ছুটছে সাততলায়
কাফেটরিয়ার  পাতলা আলোয় কয়েকজন যুবক ভাবছে ডিজিটাল ধর্ষণের কথা
আগামী একশো  বছর পর মুন্ডপাতের গতিবেগ বিস্ময়কর হতেই পারে।

খেয়াল খুশির বিজ্ঞাপনে এবছর তো বৃষ্টি হলো খুব
ভৌমজল ছাড়াই আজকাল  বৃক্ষ পালিত চাঁদ সার্জিক্যাল ওয়ার্ডের কবিতা লিখছে। 





২.
ওঁ৷ হ্রীং হেঁটে চলেছে

শিশিরের শাসানি আর খিদের মাঠ পেরিয়ে ওঁ হ্রীং হেঁটে চলেছে।
বায়বীয় বৃত্তের ভেতর ধড় আর মুন্ডু ঘুরছে সারাদিন
কেউ কাউকে চেনে না

স্তব্ধতার জ্যাকেট  পরে অনেকেই  সম্মেলনে যায়।
চেয়ারের শ্রাদ্ধ করে।

মাঝরাতে 
একঝাঁক মাছির চিতায় টান টান শুয়ে থাকে চাঁদের  কর্মশালা।







প্রকাশ ঘোষাল

Post a Comment

নবীনতর পূর্বতন