অবক্ষয়। এক ধারাবাহিক।
১
আজকাল মনে হয়।
এই ভাষা, এই মুখ
এ আমার নয়।
এই গান। এই সুর।
তোমাদের বাক্যালাপ।
নিত্য দিনলিপি । এই যে
মুখোশের কাঁচগুলি ভাঙা ।
এ আমার নয়।।
২
মাথা ঘোরে শুধু।
কিংবা চেয়ার -টেবিল, আসবাব।
আমি কেন্দ্রে একাকী বিহবল।
কে যেন আমার হাত ধরে।
তোমাকে চিনি না।
তবু হাত ধর শক্ত করে।
হাত ধর।
আমি কেন্দ্রে একাকী বিহবল।
৩
এ আমার দোষ নয়।
যে ভাঙে রুবিক ঘনক।
দোষ তার।
না। তাকে তো চিনিনা।
আমি শুধু খেলি।
ঘনকের ভাঙা স্তুপ নিয়ে।
হারানো মুখোশ খুঁজে ফিরি।
খুঁজি আমাকেও।
এ আমার দোষ নয়।
৪
আনমনে হেঁটেছি কত একা।
তুমি সাথে ছিলে।
পথের প্রবাহেও।
এখন কোথায়?.... তুমি?
আমি নিঃস্ব।
তবু পথ ফিরে যায় ।
শোনেনা সে। যত বলি
আনমনে হেঁটেছি কত একা।
৫
বৃত্তাকার কৃষ্ণগর্ভে ঘুরি।
অন্ধকার। ঘটনাবলয়।
কে আছে ওখানে?
সন্ধ্যা হয়।
ক্লান্ত ছায়া ঘরে ফেরে।
শোনওওও তুমি।
আমিও ওদের সাথে থাকি।
বৃত্তাকার কৃষ্ণগর্ভে ঘুরি।
(২৪/৮/২০২২)
একটি মন্তব্য পোস্ট করুন