মানুষ প্রতিমা কিংবা অনন্তের ডাইরি~ ০.২

অনেক স্মৃতিকাতরতা যে সাদা-কালো পথ তৈরী করেছে 
সেই পথের শেষ প্রান্তে এক নির্জন সাইকেল দিগন্ত ছুঁয়ে অপেক্ষমান 
আমাকে নিয়ে যেতে চায় কাব্যবৃক্ষের নিবিড় ছায়ায়

অজস্র পল্লব বাতাসের আলিঙ্গনে বেজে উঠছে
আমার খসড়া খাতায় অজস্র পরিব্রাজক (~) চিহ্ন →

বেতার তরঙ্গের ঝিরিঝিরি ঝিরঝিরে আওয়াজ, কী বলতে চায়, ...
দূর গ্যালাক্সির শেষ কার্নিশ থেকে যে সুর আসছে তার রং কি ধরতে পারবে দূরবীক্ষণ 

মানুষ প্রতিমা তুমি ভারতবর্ষের হৃদয় ভাঙার কথা বলতে বলতে 
১৯৪৭ এর পথে এসে অস্থির হয়ে উঠলে, ...

~


(চলবে..)







বাদল ধারা 

Post a Comment

নবীনতর পূর্বতন