সকালেই যদি।











 শরীর পোকা। ঘৃণার পোকা। সারাদিন ঘোরে সকাল থেকে রাতঘুম। সুন্দর পৃথিবীতে আমার শরীরে ওদের জন্ম। তবুও বেঁচে থাকা। লড়াই আর বাড়িয়ে যাও ওদের খাদ্য তালিকা। খাক। কুড়ে কুড়ে খাক। কত খাবি খা। মৃত্যু পর্য্যন্ত  বিনাশ নেই। আচ্ছা যদি এরকম হতো আমরা রাতঘুম শেষে মৃত্যু ঘটাতে পারতাম? নাহ্ কি সব ভাবছি এখন।
 ............. সকালবেলা।
                রাত কি টেনে আনা যায় রে পাগলা।
 হাত জড়ো করে জানালার ধারে। শপথে আমি। নিয়মিত সময়ের থেকে আলাদা। এক এক টানছি। দুপুর,বিকেল,সন্ধ্যে আর রাত। সারা শরীর ক্রমশঃ নির্লিপ্তে। ঘুম। সকালের রোদে শরীর জানালা। আমি চীৎকার করে বললাম - পেরেছি.........
                  
যে প্রতিনিয়ত এগিয়ে দিত ভালোবাসার  হাত সে এখন দূরত্বে।

 আমি কি মৃত মানুষের একজন?

           যদিও সকাল এখন।









 বিপ্লব দত্ত।

Post a Comment

নবীনতর পূর্বতন