(কবি নাসিম -এ-আলম এর মৃত্যুতে)
কবি
কবির মৃত্যুতে কাঁদেননা কবি
শুধু নিরবে ঝরে পরে দু-ফোঁটা অশ্রু
সেটা মাটিতে গড়িয়ে পরবার আগে
মন শক্ত করতে হয়...
কবির অসমাপ্ত কবিতা
সমাপ্ত করতে হবে
অন্য একজন কবিকে।
এভাবেই এগিয়ে চলছে কবিতা
লেখার কাজ...
মায়াবী আলো
স্মৃতিচিহ্নটুকু থাকবে মায়াবী
আলোর মতো
নিমড়া গ্রামে শান্তিনিকেতনের
খোয়ায়ে ময়ুরাক্ষি ব্রিজে
ঝুমকোলতার টানে বহুদূর
হাসুলির বাঁকে বাঁকে, কাদা পায়ে
মেখে
কতোদূর গিয়েছ তুমি
শুধু কবিতার টানে!
হেমন্তের সকাল তোমার প্রিয় ছিল
কবি
আজ সকাল হওয়ার আগেই
তুমি চলে গেলে, যেখানে যাওয়ার
ছিল...
একটি মন্তব্য পোস্ট করুন