নাসিম-এ আলম







বৃক্ষ হওয়ার সময় ~





কোনো সমবেদনা নেই
কেউ কাঁদবে না 

কারণ -
তুমি দুঃখি হলেও দুঃখ ভুলতে জানো

ভুলতে ভুলতে এগিয়ে চলেছে নদী
ভাঙতে-গড়তে~
ভুলে থাকার চমকপ্রদ কৌশল 
লিখছে কলম

পাতারা হাসছে মর্মরিত দুঃখের দাবানল~






যে আগুন সিঁথিতে জ্বলেছিল 
নিভে গেলে ক্ষান্ত 

শরীরে আল্পনা দীর্ঘ-সুতীব্র 
মোচড় দিয়ে নেমে আসে শাখামূল

ঘন জমকালো ঘনিষ্ট বটের ছায়ায়
আবিষ্ট তোমার চারুকলা 






কোনো সন্তাপ নয়
দুঃখও নয় 

শুধু যে অক্ষর নেমেছে খাতায়
তাদের আদর কোরো

আর
ঘুম না এলে হাত বুলিয়ে দিও মাথায়






অভিমান ~
অনুযোগ নিয়ে চলে যেতে যেতে 
একবার ভেবো গাছের মতোই 

কতটা দিয়ে গেলে~
সমস্ত জড়ের জন্যে

আর অবহেলা নয়

একটু সলজ্জ হেসে দেখোই না
ওদের দিকে  ~






নিজেই শ্রেষ্ঠত্বের আসনে বসে
আহ্ কীই যে গর্বিত করছো নিজেকে!

সমস্ত জড় ও জীবের হাসির সম্পদ হয়ে 
কতকাল আর ঠকবে-ঠকাবে এভাবে

মোড়ক উন্মোচিত করো
খুলতে খুলতে পেঁয়াজ 

নিঃস্ব হয়ে যাওয়ার সময় এখন...






কিছুক্ষণ না হয় নিজেকেই করুণা করো
বসো কবরের পাশে 

দেখো চির নিদ্রায় একটি গাছ


যা অব্যক্ত তা কতো অ~সী~ম

আর
যা বলা হয়ে গেলো নিছক অণু-মাত্রই~








আমিনুল ইসলাম 


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন