হিমলিপি

সাঁকো চূর্ণ হবার পর 
শার্টের সবগুলো বোতাম ফিরিয়ে আনতে
কতটা বেগ পেতে হয়, বিনিদ্র রাতেরা জানে।
কুয়াশাগলির বিষাদ কপিকলে ঘুরে ঘুরে 
মুছে ফেলার বিকেল কেটে গেলে
বারান্দার কিনারায় এক একটি  দীপের আলোয় 
এক একটি অমাবস্যা কেটে যায় 

কাঠগোলাপের পাপড়িতে যে পেতে চেয়েছিল
বয়ে যাওয়া অবারিত রক্তের ধ্বনি। প্রেম নয়, 
তাকে উপহার দেওয়ার মতো একবুক মগ্নতা 
ঘুমিয়ে আছে কুয়োতলায় রিক্তপ্রায় ধূপ হয়ে।
ছাইদানে বৃষ্টির প্লাবন, নিকোটিনের নিঃশেষ
উৎসর্গ সময়, জেনে যায় রিপু প্রসঙ্গের প্রাপ্তি,
ভ্রান্তির বদলে হেমন্তরাত বোতাম জুড়ে রাখে।
সাঁকো জুড়ে যায় 
শার্ট চোখ মেলে...








লিটন শব্দকর 

Post a Comment

নবীনতর পূর্বতন