বৃক্ষ হওয়ার সময় ~
০
কোনো সমবেদনা নেই
কেউ কাঁদবে না
কারণ -
তুমি দুঃখি হলেও দুঃখ ভুলতে জানো
ভুলতে ভুলতে এগিয়ে চলেছে নদী
ভাঙতে-গড়তে~
ভুলে থাকার চমকপ্রদ কৌশল
লিখছে কলম
পাতারা হাসছে মর্মরিত দুঃখের দাবানল~
১
যে আগুন সিঁথিতে জ্বলেছিল
নিভে গেলে ক্ষান্ত
শরীরে আল্পনা দীর্ঘ-সুতীব্র
মোচড় দিয়ে নেমে আসে শাখামূল
ঘন জমকালো ঘনিষ্ট বটের ছায়ায়
আবিষ্ট তোমার চারুকলা
২
কোনো সন্তাপ নয়
দুঃখও নয়
শুধু যে অক্ষর নেমেছে খাতায়
তাদের আদর কোরো
আর
ঘুম না এলে হাত বুলিয়ে দিও মাথায়
৩
অভিমান ~
অনুযোগ নিয়ে চলে যেতে যেতে
একবার ভেবো গাছের মতোই
কতটা দিয়ে গেলে~
সমস্ত জড়ের জন্যে
আর অবহেলা নয়
একটু সলজ্জ হেসে দেখোই না
ওদের দিকে ~
৪
নিজেই শ্রেষ্ঠত্বের আসনে বসে
আহ্ কীই যে গর্বিত করছো নিজেকে!
সমস্ত জড় ও জীবের হাসির সম্পদ হয়ে
কতকাল আর ঠকবে-ঠকাবে এভাবে
মোড়ক উন্মোচিত করো
খুলতে খুলতে পেঁয়াজ
নিঃস্ব হয়ে যাওয়ার সময় এখন...
৫
কিছুক্ষণ না হয় নিজেকেই করুণা করো
বসো কবরের পাশে
দেখো চির নিদ্রায় একটি গাছ
যা অব্যক্ত তা কতো অ~সী~ম
আর
যা বলা হয়ে গেলো নিছক অণু-মাত্রই~
সত্যি । দুর্দান্ত কিছু লেখা পড়লাম দাদা
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন