হোমকবিতা পরিচয়হীন ভুবনডাঙা 0 মন্তব্যসমূহ Facebook Twitter পরিচয়হীননিজের পরিচয়টুকু সাজিয়ে রাখছি যত্ন করেরক্তে সামিল সামাজিক কারদানিতুমি চিনে নিচ্ছো আমাকেঅথবা আমি-ই নিচ্ছি চিনিয়েএকটি রাতের ভিতরে একটি দিনের মতোতবুও তুমি অচেনা হচ্ছো ক্রমশনিজেই নিজেকে হারিয়ে ফেলছে আমার পরিচয় দেবশ্রী দে Tags কবিতা দেবশ্রী দে Facebook Twitter
একটি মন্তব্য পোস্ট করুন