স্বজন

সিরাজগামী তন্বী পথে 
কেউ যখন ভাগফলের কর্মটি করে বসেন

প্রাতঃ থেকে হরেককিসিম ছক সামলাতে সামলাতে 
মৃত্যুর ভেতর নড়ে ওঠে তার পতনশীল ধর্ম
সমস্ত প্রথা ভেঙে তারপর
        জলছড়া দেয়

এভাবে বেপথুমান হওয়ার দ্বিতীয়তম উদ্যোগ
বরফকুচির প্রত্যয়ে 
কেবলই হারিয়ে যায় কাঠ-পুতুলের স্বজন 








গুলশান মাঠে

সংশয়ের দিকে তাক করা বর্শা। আঘাতে আঘাতে
লোহিত কোনো দাগ নিয়ে 
দ্রষ্টার ভাগ্যে বলিরেখার মাল্টিপ্লিকেশন 

ততক্ষণে মুছে যায় 
চৈত্রের উপোষী দিন 

সামান্য বেঁচেবর্তে যাওয়া ব্যয়টুকু...
ছাওয়ার গুলশান মাঠে






অছিলার সূত্রে

পরিপক্ক এক অছিলার সূত্রে
সমুদ্রে নেমে 
ঢাক বাজানোর কার্যকারীতা জানা নেই বলে 
মনখারাপের কোনো বিস্মরণ হয়নি

যেকোনোভাবে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ
মুষ্টিবদ্ধ করে
টিকে থাকা তবু ছোট্ট ডিঙা







প্রণাম

অন্তরীক্ষে তবু 
খুইয়ে ফেলা নিমিত্তের জ্যা

লোকে ধুলোয় মিশিয়ে দিলে
বিনিময়ে আমি 
প্রণাম রেখে দিই 
          ---আতশের নিচে 







সংবেদন 

শূন্যের আয়তন খুলে রেখে, বিছানায়
এই বিরাট সংবেদনশীল মাটি 
                     ---গভীর

না-লেখা কবিতার সমান্তরালে 
একটি বিবর্ণ আয়না

অদূরে 
রয়ে যাওয়া মেদবহুল অরণ্য








অভিমান

শুধু বায়নার করমর্দন হয়নি---

রাস্তাগুলো চিনারপার্ক ভুলে গন্তব্যহীন সেই 
এক পোড়োবাড়ির দেহে

ঘুপচি ঠিকানায় পোঁছে 
খুঁজে যাওয়া শেষ বিকেলের রামধনু

আর বেদানার ছাইমাখা হাট বসে নীরবে
অনাদরের সঠিক চাতালটিতে




ছায়াছবি

স্পন্দনের ভেতর রোদ্দুরের অর্থগুলো 
আসলে নীলকণ্ঠ পাখি...

মনোবেদনার স্বাদ 
নোনতা জলে ছায়াছবি 

তবু স্পটলাইটের ক্ষয় লিখে, প্রকাশ্যে
আবারও পাখি নামে। সরষে ক্ষেতে

সাকারের এমন পূর্বস্বরই
       -----তোমাকে দিলাম







পুতুল বিয়ে 

একটা রোবোট পুতুলের বিবাহ
মেধার আশ্চর্য গলনাঙ্ক যুক্ত

বাকিটা... বাতাসের স্পাই এসে সাজিয়ে যায় পায়রাজোড়া

যেখানে দু'প্রান্তে প্রতারক হিসাবে নিশ্চিত ঝুলে থাকবে
এক ভিজে দেশলাইবাক্স

এখানে মন অক্ষর পড়তে জানলেও
তোমার জিভের কাছে এসে সে দেখবে

যাবতীয় মরাকোষ 
বানিয়ে রেখেছে আদিসংঘ 







ভেন্টিলেটর

দীর্ঘ স্থবিরতায় রোমন্থন
প্রতিষ্ঠিত মরুভূমি। কোলে ছেড়ে রাখা শ্বাস

হলুদ প্ল্যাটফর্ম, আর
নীরবতা ছেয়ে যাওয়া আকাশ 
অন্তরালে পালিত 

ভেন্টিলেটর সেকথা জানে!







মূল্যাদি 

উপত্যকার নামে বাড়ে কিছু চিরহরিৎ বৃক্ষ
পশুদল ঠাঁই নাড়ে পাতায় পাতায়
এবং,
        এ প্রজন্মে হেমন্তের শিশিরেও
        বৃদ্ধিপ্রাপ্ত ঘাসের মূল্য

এমন পরিবেশনায় শুধু রাখা যায় আবেদন
কিন্তু
   প্লেটের কানায় কানায় 

পিঁপড়ের ঝাঁক
পুনরায়... এবং পুনরায় 








রুমা ঢ্যাং অধিকারী 

Post a Comment

নবীনতর পূর্বতন